এইচপির পর ‘এ’ দলের ক্যাম্পে করোনার হানা

এইচপির পর ‘এ’ দলের ক্যাম্পে করোনার হানা
MostPlay

ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে এইচপি ও এ দলের মধ্যে সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এক সপ্তাহ অনুশীলনের পর ‘এ’ দলের চট্টগ্রাম যাওয়ার কথা ছিল এ মাসের শেষের দিকে। কিন্ত আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন ও নাঈম হাসান করোনাভাইরাসে পজিটিভ হয়েছে। যার ফলে বাতিল হয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দলের ক্যাম্প। করোনার দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় নাজমুল ও নাঈম নেগেটিভ হলেও পজিটিভ থেকে গেছেন ফাস্ট বোলার অবু জায়েদ রাহি। তাতে পিছিয়ে গেছে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগের (এইচপি) বিপক্ষে ‘এ’ দলের সিরিজটিও।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এইচপি দলের বিপক্ষে ২, ৪ ও ৬ সেপ্টেম্বর তিনটি এক দিনের ম্যাচ খেলে ৯ ও ১৫ সেপ্টেম্বর থেকে দুটি চার দিনের ম্যাচও খেলার কথা ছিল এ দলের। পরিবর্তিত সুচী এখনও প্রকাশ করেনি বিসিবি।

এর আগে এ দলের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ হাইপারফরম্যান্স দলের কয়েকজন ক্রিকেটার। দ্বিতীয় দফায় করোনা নেগেটিভ আসায় আকবর আলি, পারভেজ ইমন, মুনিম শাহরিয়ারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়। তবে তারাও নির্ধারিত সময়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু করতে পারেনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password