ব্র্যাক বুথে এখন মাত্র ৩০ মিনিটেই করোনা এন্টিজেন পরীক্ষা।

ব্র্যাক বুথে এখন মাত্র ৩০ মিনিটেই করোনা এন্টিজেন পরীক্ষা।

স্বাস্থ্য অধিদপ্তর ও ব্র্যাক কর্তৃক পরিচালিত নির্ধারিত বুথগুলো থেকে যে সকল ব্যক্তির করোনা রোগের উপসর্গ আছে, তারা লক্ষন যাচাই পূর্বক বিনামূল্যে করোনা এন্টিজেন পরীক্ষা করাতে পারবেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন বুথগুলা হচ্ছেঃ

১) সরকারি ইউনানী এন্ড আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ হাসপাতাল। (মিরপুর-১৩, কাফরুল, ঢাকা)

২) উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ। (রোড ৪, সেক্টর ৯, সোনারগাঁ জনপথ, উত্তরা মডেল টাউন)

৩) উত্তরা হাই স্কুল। (সেক্টর ৫, উত্তরা, ঢাকা)

৪) আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার। (মধুবাগ, মগবাজার, ঢাকা)

৫) বুদ্ধিজীবি কবরস্থান এর ১নং গেইট। (ওয়ার্ড নং ১০, মিরপুর-১, ঢাকা)

৬) চাঁদেরহাট ঈদগাহ মাঠ। (বাবর রোড, মোহাম্মদপুর)

৭) ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল। (মিরপুর-১৪, ঢাকা)

৮) ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজী। (রোড-২২, বাড়ী-১২, বনানী)

৯)আব্দুল হালিম কমউনিটি সেন্টার। (তেজতুরী বাজার, ফার্মগেট)

১০) ইয়র্ক হসপিটাল। (বনানী)


ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন আওতাধীন বুথগুলা হচ্ছেঃ

১) পল্টন কমিউনিটি সেন্টার। (পল্টন থানার বিপরীত পাশে)

২) বাসাবো কমউনিটি সেন্টার। (২/বি, অতীশ দিপঙ্কর রোড, বাসাবো, খিলগাঁও)

৩) ওয়ারী গার্লস প্রাথমিক বিদ্যালয়। (ওয়ারী, ঢাকা)

৪) ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ। (৫৩/১ জনসন রোড, ঢাকা)

৫) আজিমপুর মেটারনিটি সেন্টার। (আজিমপুর, ঢাকা)

চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন একমাত্র বুথঃ ওয়ার্ড কাউন্সিলরের অফিস। (বিবিরহাট, পাচলাইশ)

এসব বুথ থেকে বিনামূল্যেই করোনা এন্টিজেন পরীক্ষা কর যাবে মাত্র ৩০ মিনিটেই।

মন্তব্যসমূহ (০)


Lost Password