সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে নগরের কোর্টপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা যায়নি।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টার পর থেকে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন নগরের কোর্টপয়েন্টে জড়ো হতে শুরু করেন। এ সময় অনেকে লাঠিসোঁটা নিয়ে মিছিলে অংশ নেন। দুপুর ১২টার দিকে পুলিশ অতর্কিতভাবে জমায়েতের উদ্দেশে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এরপর উভয়পক্ষে সংঘর্ষ বাধে। বেলা পৌনে একটার দিকে এই প্রতিবেদন লেখার সময় সেখানে সংঘর্ষ চলছিল।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ কাঁদানে গ্যাসের শেলের পাশাপাশি শটগানের গুলিও নিক্ষেপ করে। আজ মেটাল বুলেটও পুলিশ চালিয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। এ ছাড়া নগরের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতা-কর্মীরাও আন্দোলনকারী শিক্ষার্থীদের ঠেকাতে সশস্ত্র মহড়া দিচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছাত্র-জনতা কোর্টপয়েন্টে জড়ো হয়ে জনভোগান্তি তৈরির পাশাপাশি উচ্ছৃঙ্খলতা চালাচ্ছিল। এতে পুলিশ বাধা দিয়েছে। এদিকে সকাল থেকে নগর ঘুরে দেখা গেছে, পুরো শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে। বেশির ভাগ বিপণিবিতান ও দোকানপাট খোলেনি। অন্যদিকে নগরের জেলরোড, বারুদখানা, টিলাগড়, কালীবাড়িসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মহড়া দিতে দেখা গেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন