ফিঞ্চ কোনো দল না পাওয়ায় অবাক ক্লার্ক

ফিঞ্চ কোনো দল না পাওয়ায় অবাক ক্লার্ক

অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ আইপিএলে কোনো দল না পাওয়ায় বিস্মিত মাইকেল ক্লার্ক। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মনে করেছেন, ফিঞ্চকে টি-টোয়েন্টি অধিনায়ক রেখে দিয়ে হয় অস্ট্রেলিয়ার নির্বাচকরা ভুল করছেন অথবা আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের ভুল হয়েছে তাকে না নিয়ে।

বিগ ব্যাশ লিগে খারাপ পারফরম্যান্সের পরেও ফিঞ্চকে নেতৃত্বে রাখা হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। যা শুরু হয়েছে সোমবার থেকে। অস্ট্রেলিয়ার ডান হাতি ব্যাটসম্যানকে জানুয়ারিতে ছেড়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর পরে আইপিএল নিলামে তার নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি দল তাকে নেয়ার বিষয়ে আগ্রহ দেখায়নি। ক্লার্ক বলেছেন, ‘আমার তো ব্যাপারটা বিশ্বাসই হচ্ছে না। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক নিলামে কোনো দল পাচ্ছে না! কেউ না কেউ তো ভুল তো করেইছে। আইপিএল খেলার মতো দক্ষতা ফিঞ্চের নেই, সেটা মানতে পারছি না।’

তিনি আরো যোগ করেছেন, ‘ফিঞ্চের অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে এতে খারাপ লাগার কথা। আমার মনে হয় ও এখনো বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে রয়েছে।’

ফিঞ্চ ছাড়াও অন্য অস্ট্রেলীয় ক্রিকেটারদের মধ্যে অ্যালেক্স ক্যারি, শন মার্শ, মার্নাস লাবুশেন, জেসন বেহরেনডর্ফ, বিলি স্ট্যানলেক, ম্যাথু ওয়েড, হিল্টন কার্টরাইট, জেমস ফকনারের মতো ক্রিকেটারেরা দল পাননি এবার আইপিএল নিলামে।

ফিঞ্চ অবশ্য আগেই জানিয়েছিলেন, আইপিএলে দল না পেয়ে তিনি অবাক নন। বলেছিলেন, ‘খুব ভালো লাগত আবার এই প্রতিযোগিতায় এবার নামতে পারলে। কিন্তু আমাকে কোনো দলের না নেয়া অপ্রত্যাশিত নয়। আমি ক্রিকেট খেলতে চাই। কিন্তু বাড়িতে কিছুটা সময় কাটানোর সুযোগ পাওয়াটাও খুব একটা খারাপ ব্যাপার নয়।’

মন্তব্যসমূহ (০)


Lost Password