রুপগঞ্জ অগ্নিকান্ডে ৫২ জনের প্রানহানি, তদন্ত শুরু করেছে সিআইডি

রুপগঞ্জ অগ্নিকান্ডে ৫২ জনের প্রানহানি, তদন্ত শুরু করেছে সিআইডি

গত ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনার কারণ শনাক্ত করতে ১০টি বিষয়কে প্রাধান্য দিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগগের (সিআইডি) ডিআইজি ইমাম হোসন।

শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হাসেম ফুডস লিমিটেডের সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডের দুর্ঘটনাস্থল ৬ তলা ভবন পরিদর্শন শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের পুলিশের অপরাধ তদন্ত বিভাগগের (সিআইডি) ডিআইজি ইমাম হোসন এ কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের দায়ের করা মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডির ডিআইজি বলেন, তদন্তভার পেয়ে বিভিন্ন আলামতসহ মাঠপর্যায়ে সাক্ষ্য ও তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ শনাক্ত করতে কয়েকটি বিষয় চিহ্নিত করে তদন্ত কাজ চলছে।

তিনি আরো বলেন, সিআইডির তদন্তে যে কোনো ব্যক্তি বা সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে এ মর্মান্তিক ঘটনার তদন্ত কাজ সম্পন্ন করার আশা প্রকাশ করেন সিআইডির এ কর্মকর্তা।

তদন্ত দলে এ সময় আরও উপস্থিত ছিলেন সিআইডির ঊর্ধ্ব কর্মকর্তারা। তদন্ত দলটি ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং তদন্তের জন্য প্রয়োজনীয় বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

গত ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জনের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস, জেলা প্রশাসনসহ একাধিক তদন্ত কমিটি গঠন হয়।

এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি মামলা দায়ের হয়েছে। পুলিশ করেছে একটি হত্যা মামলা। ওই দিনই হাশেম ফুড অ্যান্ড বেভারেজ এর মালিক এমডিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password