পৃথিবীর বুকে পড়তে যাচ্ছে চীনা রকেটের ধ্বংসাবশেষ

পৃথিবীর বুকে পড়তে যাচ্ছে চীনা রকেটের ধ্বংসাবশেষ

১৮ টন ওজনের চীনা রকেটের ধ্বংসাবশেষ ঘন্টায় প্রায় ২৭,৬০০ কিলোমিটার গতিতে ধেয়ে আসছে পৃথিবীর বুকে। ধ্বংসাবশেষটি ৯৮ ফুট লম্বা এবং ১৬ ফুট চওড়া। 

শুক্রবার এক টুইটে যুক্তরাষ্ট্রের অ‌্যারোস্পেস করপোরেশন জানিয়েছে, তাদের সেন্টার ফর অরবিটাল রিএন্ট্রি এবং ডেব্রিস স্টাডিজ (সিওআরডিএস)-এর সবশেষ অনুমান অনুসারে রোববার গ্রিনিচ মিন টাইম ০৪:১৯ মিনিটের (বাংলাদেশ সময় সকাল ১০টা ১৯ মিনিট) আট ঘণ্টা আগে বা আট ঘণ্টা পরে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে চীনের ‘লং মার্চ ৫বি’ রকেটের ধ্বংসাবশেষ।

বিবিসি সাইন্স এর জোনাথন আমোস বলেন, ধ্বংসাবশেষটি বিষুবরেখা উত্তর ও দক্ষিণে ৪১ ডিগ্রি এলাকার মধ্যে আছে। এটি উত্তরে নিউইয়র্ক, ইস্তাম্বুল ও বেইজিং এবং দক্ষিণে নিউ জিল্যান্ডের ওয়লিংটন ও চিলির উপর দিয়ে ঘুরছে। তিনি বলেন, ‘‘রকেটের ধ্বংসাবশেষটি স্থলভাগের উপর ধসে পড়ার আশঙ্কা খুবই কম।" সেক্ষেত্রে আটলান্টিক মহাসাগরে পড়ার সম্ভাবনা রয়েছে রকেটটির।

এছাড়া মহাকাশ বিশেষজ্ঞ সং ঝংপিংয়ের বরাত দিয়ে দা গ্লোবাল টাইমস বলেছে, চীনের মহাকাশ পর্যবেক্ষণ নেটওয়ার্ক বিষয়টিতে তীক্ষ্ণ দৃষ্টি রাখবে এবং ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে যথাযথ পদক্ষেপ নেবে।তবে বর্তমানে ধারণা করা হচ্ছে চীনা রকেটের ধ্বংসাবশেষের গতিপথ অনুযায়ী, এটা থেকে কারও আঘাত পাওয়ার সম্ভাবনা কম রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password