সিনেমা-সিরিজ-শো নিয়ে চরকির যাত্রা শুরু

সিনেমা-সিরিজ-শো নিয়ে চরকির যাত্রা শুরু
MostPlay

গতকাল রাত থেকে যাত্রা শুরু করেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। দেশি প্ল্যাটফর্মে বিশ্বমানের বিনোদনের আভাস নিয়ে এলো তারা। করোনা মহামারির প্রকোপে যখন দেশের চলচ্চিত্র শিল্প নাকাল, বন্ধ প্রেক্ষাগৃহের দ্বার, ঠিক তখনই বিশ্বজুড়ে বেড়ে যায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের কদর। বাংলাদেশেও জনপ্রিয় হতে থাকে দেশি-বিদেশি প্ল্যাটফর্ম ও কনটেন্টগুলো, ডালপালা ছড়িয়ে বাড়তে থাকে দেশের কনটেন্ট ইন্ডাস্ট্রি। আর এই বিস্তৃতির সহযাত্রী হতে চলে এলো চরকি। ঢাকাকে বাংলা কনটেন্টের রাজধানী হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার প্রত্যয় তাদের। তাই তো কোনো প্রতিবন্ধকতাই আমলে নেয়নি তারা। মহামারির ছোবলে দেশজুড়ে চলমান লকডাউন দমাতে পারেনি চরকির গতি।

গতকাল সোমবার রাত ৮টায় চরকির ফেসবুক পেজে ছিল বাংলাদেশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির আত্মপ্রকাশের অনুষ্ঠান। স্বাগত বক্তব্যে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা, নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দেশের স্ট্রিমিংয়ের অগ্রযাত্রার স্বপ্নকে বড় করে দেখার চেষ্টায় চরকি। পৃথিবীতে যত মেধাবী নির্মাতা, শিল্পী, কলাকুশলী আছেন; তাঁরা যা তৈরি করতে চান, যাঁরা আগ্রহ নিয়ে সেসব দেখতে চান, সবার মিলনক্ষেত্র হবে চরকি। বিশ্বের সামনে বাংলা কনটেন্টের রাজধানী হবে চরকি’। এই স্বপ্নকে বড় রূপ দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান মিডিয়াস্টারকে।

সিনেমা, সিরিজ, শো, তথ্যচিত্রসহ বৈচিত্রে ভরা কনটেন্ট দেখা যাচ্ছে প্ল্যাটফর্মটিতে। প্রথম দিন থেকেই চরকিতে দেখা যাচ্ছে শিহাব শাহীন পরিচালিত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, মাহিয়া মাহি, জোভান, চুমকি, শিমুল খানসহ এটি চরকির প্রিমিয়াম কনটেন্ট। এছাড়া চরকিতে প্রথম দিন থেকেই দেখা যাচ্ছে ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পাশাপাশি থাকছে বাংলায় ডাব করা ইরানি চলচ্চিত্র, বাংলা সাবটাইটেলে তুর্কি ছবি।

চরকি দেখতে হলে ওয়েব থেকে www.chorki.com ভিজিট করুন অথবা গুগুল প্লেস্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে Chorki অ্যাপটি ইন্স্টল করে নিন। ব্যস! চরকির ফিল্ম, ফান আর ফুর্তির দুনিয়ায় হারিয়ে যাওয়ার জন্য আপনি তৈরি। এবার আপনি বিনামূল্যে দেখতে পারবেন ‘ফ্রি কনটেন্ট’। প্রিমিয়াম কনটেন্ট দেখার জন্য ৬ মাস ও এক বছরের প্যাকেজ সাবস্ক্রাইব করতে হবে। চরকিতে আছে তিনটি সাবস্ক্রিপশন প্ল্যান। প্রথমটিতে পায়ে যাবেন ৩০ দিনের স্টার্টার সাবস্ক্রিপশন। এর জন্য খরচ করতে হবে মাত্র ৫০ টাকা। দ্বিতীয় সাবস্ক্রিপশন প্ল্যানটি হচ্ছে ৬ মাসের জন্য। এই প্ল্যানটি পেতে আপনাকে খরচ করতে হবে মাত্র ২৯৯ টাকা।

তৃতীয় প্ল্যানে আপনি পাচ্ছেন ১ বছরের সাবস্ক্রিপশন। এই প্ল্যানে আপনি এক বছরের জন্য চরকির যত আয়োজন উপভোগ করতে পারবেন। এর জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ৪৯৯ টাকা আর চতুর্থ অপশনটি হচ্ছে ৭৯৯ টাকায় ১ বছরের সাবস্ক্রিপশন। এখানে আপনি ২টি ডিভাইসে একসাথে ভিডিও স্ট্রিম করতে পারবেন। সাবস্ক্রিপশন কেনার জন্য আপনি বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য প্রচলিত মোবাইল পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করতে পারবেন। এছাড়াও ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর ও বাইরে থেকে পেমেন্ট করা যাবে। এভাবেই চরকি দেখতে পারবে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা দর্শক।

মন্তব্যসমূহ (০)


Lost Password