বৃষ্টির সম্ভাবনা নেই,আরো বাড়বে তাপমাত্রা

বৃষ্টির সম্ভাবনা নেই,আরো বাড়বে তাপমাত্রা
MostPlay

দাবদাহে অতিষ্ঠ রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকার মানুষ। রমজানের মধ্যে এমন দাবদাহ কষ্ট বাড়িয়ে দিয়েছে রোজাদারদের। আগামী এক সপ্তাহে এই দাবদাহ কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিনে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আগামী ৭-৮ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনাও দেখছেন না তারা। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এ নিয়ে টানা ৯ দিন দেশের মধ্যে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এ তাপমাত্রা আরো বাড়বে বলে জানানো হয়েছে।

সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর জেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার আশঙ্কা রয়েছে।

দেশের অন্যান্য জেলাগুলোর তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দাবদাহের কারণে পবিত্র রমজান মাসে প্রচণ্ড গরম হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাসাবাড়ি থেকে বের হচ্ছেন না।

অতিষ্ঠ খেটে খাওয়া মানুষের জীবন। রাজধানীর রিকশাচালক  বলেন, 'বাধ্য হয়ে বের হয়েছি। গরমে রাস্তায় যাত্রীও কম। ভাড়াও নেই।' পথযাত্রী  আলিম বলেন, রোজা আর গরমে দুর্বিষহ জীবন। রোজায় অনেক পরিশ্রম হচ্ছে। আর পারছি না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, 'কিছুদিন আগে কালবৈশাখী গেছে। এখন শুষ্ক মৌসুম চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। তাই এমন দাবদাহ চলমান থাকবে। বৃষ্টি হলে স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে তাপমাত্রা।'

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং নেত্রকোনা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password