ক্যাপিটল হিল হামলা: স্বাধীন তদন্ত কমিশন চান পেলোসি

ক্যাপিটল হিল হামলা: স্বাধীন তদন্ত কমিশন চান পেলোসি
MostPlay

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ‘ক্যাপিটল হিলে’ হামলার ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়ে আইনপ্রণেতাদের চিঠি দিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

তিনি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ঘটনায় গঠিত স্বাধীন কমিশনের আদলে এ কমিশন চান।  খবর বিবিসি।আমেরিকার স্থানীয় সময় সোমবার স্পিকার পেলোসি কংগ্রেসের উভয় দলের আইনপ্রণেতাদের চিঠি দেন।

তিনি জানিয়েছেন, অবশ্যই স্বাধীন ব্যক্তিদের দিয়ে কমিশন গঠন করা হবে। এই কমিশনে কোনও ডেমোক্র্যাট বা রিপাবলিকান আইনপ্রণেতা থাকবেন না, এমন ইঙ্গিতই দিয়েছেন পেলোসি।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ও হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ঘটনা কীভাবে ঘটেছিল আমাদের অবশ্যই সত্যটা জানতে হবে।’

‘প্রকৃত ঘটনা এবং এর কারণ, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে হস্তক্ষেপ এবং পুলিশ ও অন্যান্য সংস্থার প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের বিষয়টি’ কমিশন তদন্ত করবে এবং প্রতিবেদন দেবে বলে জানান স্পিকার।

মন্তব্যসমূহ (০)


Lost Password