ভারত-ভিয়েতনাম থেকে চাল ক্রয়ের অনুমতি দিয়েছে সরকার। এর মাধ্যমে জিটুজি পর্যায়ে ৩ লাখ ৩০ হাজার টন সেদ্ধ ও আতপ চাল আমদানি করা হবে। একইসঙ্গে রাশিয়া থেকে সরকারিভাবে পাঁচ লাখ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ-সংক্রান্ত দুটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। ভার্চুয়ালি এ সভা শেষ করে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক সংবাদিকদের এসব তথ্য জানান। ক্রয় কমিটির সভায় উপস্থাপিত ১৫টি প্রস্তাবের সবগুলোই অনুমোদন দেওয়া হয়েছে। আবদুল বারিক বলেন, ভারত থেকে আনা প্রতি টন চালের দাম ৪৪৩.৫০ ডলার।
অন্যদিকে ভিয়েতনামের প্রতি টন চালের দাম সেদ্ধ ৫২১ ডলার এবং আতপের দাম ৪৯৪ ডলার। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান ভারতের সেন্ট্রাল গভর্মেন্ট কনজ্যুমার করপোরেশন সোসাইটি লিমিটেড দিল্লি থেকে ক্রয় করা হবে। এদিকে, রাশিয়া থেকে সরকারিভাবে আমদানি করা প্রতি কেজি গমের দাম পড়বে ৪০ টাকা ৮৫ পয়সা।
এই হিসাবে মোট খরচ হবে ২ হাজার ৪২ কোটি ৫০ লাখ টাকা। সরকার এই গমের দাম রাশিয়াকে পরিশোধ করবে ডলারে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, রাশিয়া থেকে কেনা গমের মূল্য ডলারে পরিশোধ করবে বাংলাদেশ। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার সঙ্গে লেনদেনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে বাংলাদেশ কীভাবে ডলারে দাম পরিশোধ করবে, তার ব্যাখ্যা অতিরিক্ত সচিব তাৎক্ষণিক জানাতে পারেনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন