পিএসজিতে থাকছেন আরও ৪ বছর ব্রাজিলিয়ান তারকা নেইমার

পিএসজিতে থাকছেন  আরও ৪ বছর  ব্রাজিলিয়ান তারকা নেইমার

 পিএসজি সঙ্গে নতুন চুক্তিতে সই করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। এ চুক্তির ফলে তিনি প্যারিসে থাকবেন ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। শনিবার (৮ মে) আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি পরিস্কার করেছে পিএসজি। এর আগে ২০২২ সাল পর্যন্ত নেইমারের সঙ্গে পিএসজির চুক্তি ছিল। শনিবার যা আরো ৩ বছর বাড়ানো হয়েছে।

চুক্তি বাড়ানোর পর নেইমার বলেন, আমি পিএসজিতে আরো বেশি সময় কাটাতে পারবো যা আমার জন্য আনন্দের বিষয়। আমি প্যারিসে খুব সুখে আছি। সম্প্রতি ম্যানচেস্টার সিটির কাছে সেমিফাইনালে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় পিএসজি। গুঞ্জন ছিল, তিনি পিএসজি ছেড়ে যোগ দিতে পারেন সাবেক ক্লাব বার্সেলোনায়। যদিও এ গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে দিয়ে তিনি পিএসজিতেই থেকে গেলেন।

২৯ বছর বয়সী খেলোয়াড় এখানে মনের শান্তিকেই কারণ হিসেবে দেখিয়েছেন। পিএসজির হয়ে এখন পর্যন্ত ১১২ ম্যাচে ৮৫ গোল করেছেন নেইমার। অ্যাসিস্ট করেছেন ৪৪টি। ২০১৭ সালে তৎকালীন রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

মন্তব্যসমূহ (০)


Lost Password