চিলিকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের ধারা বজায় রাখলো ব্রাজিল

চিলিকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের ধারা বজায় রাখলো ব্রাজিল
MostPlay

করোনা বিধিনিষেধের কারণে গুরুত্বপূর্ণ ৯ জন খেলোয়াড় ছাড়াই চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মাঠে নামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পুরো খেলায় তেমন দাপট না দেখাতে না পারলেও চিলিকে তাদের মাটিতে ১-০ গোলে হারিয়ে লাতিন অ্যামেরিকা বিশ্বকাপ বাছাই পর্বে টানা ৭ ম্যাচে জয় তুলে নিল ব্রাজিল।

আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় চিলির মাঠ স্তাদিও মনুমেন্তাল দাভিদ আরেয়ানোয় ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চেপে ধরে খেলতে থাকে স্বাগতিক চিলি। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমতে থাকে। ২৮তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে সামনে দারুণ সুযোগ পেয়েও দুর্বল শটে তা নষ্ট করেন নেইমার। দুই মিনিটের ব্যবধানে আর্তুরো ভিদালের বুলেট গতির ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান ব্রাজিলের গোলরক্ষক। খানিক পর বল জালে জড়িয়েও অফসাইডে গোলবঞ্চিত হয় চিলি। তাতেই প্রথমার্ধ কাটিয়ে দেয় গোল শূন্য ড্রয়ে।

বিরতির পর ম্যাচের ৬৪ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বদলি হয়ে মাঠে নামা এভারটন রিবেইরোর কল্যাণে এগিয়ে যায় দলটি। বাকি সময়ে কোন দলই আর লক্ষ্যে বল জড়াতে পারেনি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা। জয় নিয়ে মাঠ ছাড়লেও ব্রাজিলের জন্য চিন্তার বিষয় ছিল আজ নেইমার জুনিয়র ছিলেন একেবারে ছন্নছাড়া। বল নিয়ন্ত্রন থেকে ফিনিশিং সব জায়গাতেই ব্যার্থ ছিলেন নেইমার। এমনিতেই নিয়মিত দলের ৯ খেলোয়াড় ছাড়া খেলতে হবে বাছাইপর্বের তিনটি ম্যাচ। এর মধ্যে নেইমারের এমন খাপছাড়া ফুটবল কিছুটা হলেও ভাবাচ্ছে ব্রাজিল ভক্তদের।

বাছাইপর্বে এ নিয়ে টানা পাঁচ ম্যাচে কোনো গোল হজম না করার পাশাপাশি জয়ের মুখও দেখল ব্রাজিল। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের ইতিহাসে কোনো গোল হজম না করে এটি সর্বোচ্চসংখ্যক ম্যাচে জয় তুলে নেওয়ার কীর্তি।

মন্তব্যসমূহ (০)


Lost Password