আইভরিকোস্টের সাথে ড্র করলো ব্রাজিল

আইভরিকোস্টের সাথে ড্র করলো ব্রাজিল

জার্মানিকে ৪-২ গোলের বড় ব্যাবধানে হকারিয়ে এবারের অলিম্পিক যাত্রা শুরু করেছে ব্রাজিল। টোকিও অলিম্পিকে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আইভরিকোস্টের সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল।

জাপানের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ইয়োকোহামায় রোববার ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে ব্রাজিলের নেওয়া আট শটের চারটি ছিল লক্ষ্যে। বিপরীতে ছয় শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে আইভরিকোস্ট। ম্যাচে ১১টি কর্নার পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল।

ম্যাচ শুরু হতে না হতেই লাল কার্ড। ১৪ মিনিটে দশজনের দলে পরিণত হওয়া ব্রাজিল আর সেই ধাক্কা সামলে উঠতে পারল না। আইভরিকোস্টও লাল কার্ড দেখেছে। তবে সেটা ম্যাচের শেষভাগে। ৭৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পশ্চিম আফ্রিকার দেশটি। তবে ব্রাজিলকে গোল আদায় করতে দেয়নি। এই গ্রুপে দুই ম্যাচ শেষে দুই দলের পয়েন্টই সমান ৪ করে, তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ব্রাজিল। তিনে সৌদি আরব আর চারে জার্মানি।

মন্তব্যসমূহ (০)


Lost Password