দোহারে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল

দোহারে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল

‘প্রতিকার নয় প্রতিরোধই দুর্নীতি দমনের সর্বোত্তম পন্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন ও দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পরস্পরের মধ্যে সৎ হওয়ার প্রতিযোগিতা করতে পারবে। এটা একটা শুভ ও ইতিবাচক দিক। যা শিক্ষার্থীদের পরিবর্তন হওয়ার চর্চায় নিয়োজিত করবে।

এভাবেই শিক্ষার্থীদের মানসিকতায় গুণগত পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। যার প্রমাণ আমরা কিছু কিছু দেখতেও শুরু করেছি। এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম বলেন, এ বিতর্ক প্রতিযোগিতার সবচেয়ে বড় বিশেষত্ব হলো- বিবেক জাগ্রত করার শিক্ষা।

সৎভাবে চলার অনুশীলন কেন্দ্র। এর মাধ্যমে বিবেক, নৈতিকতা, সততা ও সত্যিকারের মানুষ হওয়ার সিঁড়িতে আরোহণ করতে সাহায্য করবে। এই বিতর্ক প্রতিযোগিতা আলো ছড়াবে সমাজের সবখানে। আর এভাবে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ। তাই ভবিষতেও এ অনুষ্ঠান আয়োজনের ধারাবহিকতা থাকবে।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, আমরা হব আদর্শবান দুর্নীতিমুক্ত ও দক্ষ, সোনার বাংলা গঠন করবো এই মোদের লক্ষ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-২ সমন্বিত জেলা কার্যালয়ের দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান, উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিব হাসান, জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুর উদ্দিন আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. মো. মহিউল মিল্লাত, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকিসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ড্যাফোডিলস্ উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। পরে বিতর্ক প্রতিযোগিতায় ড্যাফোডিলস্ উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। এর আগে উপজেলার ইসলামাবাদ উচ্চ বিদ্যালয় ও ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন ও দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সততা স্টোর উদ্বোধন, সততা সংঘ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password