চট্টগ্রাম থেকে মালয়েশিয়ায় পাঠানো খালি কন্টেইনারে মিললো মৃতদেহ

চট্টগ্রাম থেকে মালয়েশিয়ায় পাঠানো খালি কন্টেইনারে মিললো মৃতদেহ

চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ায় পণ্য নিয়ে যাওয়া বিদেশি জাহাজের খালি কন্টেইনারে মিললো একজনের মরদেহ। তবে তিনি বাংলাদেশি কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পেনাং বন্দরে উদ্ধার করা মরদেহটি বর্তমানে মালয়েশিয়ান পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার খোঁজখবর নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ার পেনাং বন্দরে পাঠানো একটি কন্টেইনারে এক ব্যক্তির গলিত মৃতদেহ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, কন্টেইনারটি সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপো থেকে বন্দরে আসে। এরপর সেটিকে “এমভি সোয়াসদি আটলান্টিক” নামের একটি জাহাজে তুলে দেওয়া হয়।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল থেকে জাহাজটি ৬ অক্টোবর ভোরে মালয়েশিয়ার পেনাং বন্দরের উদ্দেশে রওনা হয়। সেখানে পৌঁছায় ৯ অক্টোবর। পেনাং বন্দর কর্তৃপক্ষ ১০ অক্টোবর কন্টেইনারটি আনলোড করার সময় পচা লাশটি দেখতে পেয়ে মালয়েশিয়ার পুলিশকে জানায়।

সোয়াসদি আটলান্টিকের শিপিং এজেন্ট গ্লোব লিঙ্কের এমডি মাইনুল হক চৌধুরী বলেন, “কন্টেইনার থেকে উদ্ধার হওয়া লাশটি বাংলাদেশি নাগরিকের কিনা, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। মালয়েশিয়ার পুলিশ বিষয়টি তদন্ত করছে।” তিনি বলেন, “জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ায় পণ্য নিয়ে যাচ্ছিল কিন্তু ওই কন্টেইনার খালি পাঠানো হয়েছে। এটি মানব পাচারের ঘটনা হতে পারে, কারণ এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password