টয়লেটে গৃহবধূর লাশ স্বামী পলাতক

টয়লেটে গৃহবধূর লাশ স্বামী পলাতক

গৃহবধূ আমেনা খাতুনকে নির্যাতন করে হত্যার পর লাশ টয়লেটের ভেতর ফেলে রেখে পালিয়েছে স্বামী, শ্বাশুড়ি ও দেবর। শনিবার দুপুরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের সলিংমোড় এলাকায় স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমেনা ওই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।

অভিযুক্ত স্বামী আনোয়ার হোসেন উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের সলিংমোড় এলাকা মঞ্জুর আলীর ছেলে। অপর অভিযুক্তরা হলো, শ্বাশুড়ি আনোয়ারা, দেবর দেলোয়ার ও মামি শ্বাশুড়ি রেনু আক্তার। আমেনার মা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকজন খুবই নির্যাতন করত।

এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বার একাধিকবার সালিশি বৈঠক করে। কিন্তু তাতেও মেয়ের ওপর অত্যাচার নির্যাতন থামেনি। শনিবার সকাল ১১টায় তার মামি শ্বাশুড়ি রেনু আক্তার মোবাইল করে জানায় আমার মেয়ে মারা গেছে।

এরপর আমি মেয়ের শ্বশুর বাড়িতে এসে দেখি খালি বাড়ির ভেতর টয়লেটে মেয়ের লাশ পড়ে আছে। স্বামী শ্বশুরবাড়ির সব লোকজন পালিয়ে গেছে। মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ জানান, ঘরের টয়লেটের ভেতর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী ও শ্বশুরবাড়ির সব লোকজন পলাতক রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password