রাজধানীর মিরপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে বিহারিরা। বুধবার রাত ১০ টার দিকে মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের কয়েকশ বিহারিকে কালশীর চন্দ্র বিন্দুতে দেখা যায়।
এ সময় কালশী ও পুরবী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে দেখা গেছে, মিরপুর-১১ নম্বরের কালশী এলাকার চন্দ্রবিন্দু সড়কের দুপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় তারা ইসিবি চত্বর থেকে আসা বিভিন্ন যানবাহন আটকিয়ে উলটোপথে ফিরিয়ে দেয়। এতে ভোগান্তিতে পড়েন উত্তরা ও বাড্ডা থেকে আসা যাত্রীরা।
আন্দোলনকারী বিহারিরা জানান, গত কয়েকদিন তাদের ক্যাম্পে বিদ্যুতের সরবরাহ নেই। বিদ্যুৎ আসলেও দিনের বেলায় ১-২ ঘণ্টা থাকে। রাতে তো থাকেই না। বুধবার সকাল থেকেই তাদের ক্যাম্প অন্ধকারাচ্ছন্ন। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। পল্লবী জোনের এসি শাহীদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন