রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করলেন বাইডেন

রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। এ সময় বাংলাদেশের সঙ্গে আরও গভীর সম্পর্কের আশা ব্যক্ত করেছেন তিনি। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শহিদুল ইসলামের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক গ্রহণপত্রে প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

এসময় বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান শাক্তিশালী ও স্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে এবং দু’দেশের অভিন্ন লক্ষ্য আরও এগিয়ে নিতে তার সরকারের আগ্রহের কথা জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে মার্কিন সরকার প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূতের পরিচয়পত্র সরাসরি হস্তান্তরের প্রথাগত অনুষ্ঠানের আয়োজন করেনি। প্রেসিডেন্টের এই আনুষ্ঠানিক পরিচয়পত্র গ্রহণ ‘কাগজভিত্তিক’ প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password