সিরাজগঞ্জে বাল্যবিবাহ দেওয়ায় ভূয়া কাজীসহ ৩জনের কারাদণ্ড

সিরাজগঞ্জে বাল্যবিবাহ দেওয়ায় ভূয়া কাজীসহ ৩জনের কারাদণ্ড
MostPlay

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মধ্য রাতে বাল্য বিবাহ পড়ানোর সময় ভূয়া কাজিসহ ৩জনকে আটক এবং বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ৷ এ সময় দুটি নিকা রেজিষ্টার ও কয়েকটি টালি খাতা জব্দ করা হয়৷ রবিবার ( ১৮ সেপ্টেম্বর) মধরাতে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন এর নেতৃত্বে গঠিত ভাম্রমান আদালত তাদের আটক এবং সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন,উপজেলার অলিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ভূয়া কাজী মাসুদ পারভেজ (২৭)কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড , বিয়ে পড়ানোর হুজুর মাদারাসা ছাত্র সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড়কুড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে লিয়াকত হোসেন এবং কনের খালা উপজেলার তেতুলিয়া গ্রামের ফাতেমা খাতুনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে ৷

এ সময় বর পক্ষের লোকজন ভাম্রমান আদালতের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ী থেকে পালিয়ে যায়।পরে কনের বাবার কাছ থেকে ১৮ বছরের আগে তার মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা কা নেওয়া হয়। এসময় উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উল্লাপাড়া মডেল থানার উপ-পরির্দশক মাসুদ রানা উপস্থিত ছিলেন।

উল্লেখ ,ভুয়া কাজী মাসুদ পারভেজ বড়হর ইউনিয়নের নিবন্ধিত কাজী মুরাদুজ্জামানের পক্ষে অনেকদিন ধরে এলাকার অপ্রাপ্ত মেয়েদের অভিভাবকদের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে বিয়ের অবৈধ কাবিননামা তৈরি করে আসছিলেন। আর হুজুর লিয়াকত হোসেন তার সাথে থেকে বিয়ে পরাতেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password