ইউরোতে আজ রাতে বেলজিয়ামের প্রতিপক্ষ রাশিয়া

ইউরোতে আজ রাতে বেলজিয়ামের প্রতিপক্ষ রাশিয়া

গতকাল মাঠে গড়িয়েছে ইউরো ২০২১। প্রথম ম্যাচে তুরষ্ককে ৩-০ গোলে হারিয়ে শুভ সুচনা করেছে ইতালি। আজ ইউরোতে তিনটি খেলা অনুষ্ঠিত হবে। রাত ১টায় মাঠে নামবে ফিফা র‍্যাঙ্কিং এর শীর্ষে থাকা বেলজিয়াম। বেলজিয়ামের প্রতিপক্ষ রাশিয়া। বেলজিয়াম র‍্যাংকিংয়ে ৩৮ নাম্বারে থাকা রাশিয়ার থেকে এগিয়ে থাকলেও জমজমাট খেলা দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা।

রাশিয়ার বিপক্ষে অবশ্য পুরো শক্তির দল নিয়ে মাঠে নামতে পারবে না বেলজিয়াম। ইনজুরীর কারণে হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনা ও অ্যাক্সেল উইটসেলকে বেলজিয়াম আজ রাশিয়ার বিপক্ষে পাবেনা। তাই একটু অস্বস্তিতে আছে বেলজিয়াম শিবির। তবে সর্বশেষ ৭ খেলায় রাশিয়ার বিপক্ষে জয় বেলজিয়ামকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে।

অন্যদিকে পুর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে রাশিয়া। কাউন্টার অ্যাটাকে দলটি যে কোনো মুহূর্তে যে কোনো দলকে চমকে দিতে পারে। বেলজিয়াম শীর্ষ দল হলেও তাদের ভয় পাচ্ছে না বলে জানিয়েছেন রাশিয়ান কোচ। ইনজুরী সমস্যা থাকলেও দ্দুই দলের এই ম্যাচ্চে এগিয়ে থাকবে বেলজিয়াম। সয়াম্প্রতিক ফর্ম সেই কথা বলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password