ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর আগেই সাতজন করোনা আক্রান্ত

ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর আগেই সাতজন করোনা আক্রান্ত

সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ মে পর্দা উঠবে ঢাকা প্রিমিয়ার লিগের। গত বছর করোনার কারণে এক ম্যাচ অনুষ্ঠীত হয়েই বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগ। দীর্ঘ ১৪ মাস বিরতির পর করোনা বাধা পার করে মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটি। তবে ৫০ ওভারের বদলে এবারের আসর অনুষ্ঠীত হবে ২০ ওভারে। দলগুলো প্রস্তুতিও শুরু করে দিয়েছে। কিন্ত এবারও বাধ সেজেছে করোনাভাইরাস। মাঠের খেলা শুরু হওয়ার আগেই সাতজন খেলোয়াড় করোনা পজেটিভ হয়েছেন।

ঢাকা প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে গতকাল প্রথম দফায় ২৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাত ক্রিকেটারসহ নয় জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৭ ক্রিকেটার ও ২ কর্মকর্তা হলেন, নাহিদুল ইসলাম (প্রাইম ব্যাংক), অমিত মজুমদার (প্রাইম ব্যাংক), মনির হোসেন (প্রাইম ব্যাংক) পিনাক ঘোষ ( লিজেন্ড অব রুপগঞ্জ) রেজাউর রহমান রাজু (প্রাইম দোলেশ্বর) তৌকির খান ( প্রাইম দোলেশ্বর) শাহীন আলম (আবাহনী লিমিটেড) আবু রেজা মোহাম্মদ শরিফুল হাসান, নাইম ইসলাম জুনিয়র (ব্রাদার্স ইউনিয়ন)।

সাতজন ক্রিকেটারের করোনা পজেটিভ হওয়ার কারণে কিছুটা কপালে কিছুটা চিন্তার ভাজ পরলেও যথা সময়ে লিগ শুরু করার ব্যাপারে আশাবাদি লিগ কমিটি। শুক্রবার দ্বিতীয় দফায় ১২ দলের সব ক্রিকেটার, কোচ ও সাপোর্টিং স্টাফের কোভিড টেস্ট করানো হবে। সেই টেস্টে যারা নেগেটিভ, কেবল তারাই ভিন্ন পাঁচটি হোটেলে জৈব সুরক্ষা বলয়ে হোটেলে উঠতে পারবে। যারা পজিটিভ হবেন, তাদের বিসিবির ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হবে। এমনটাই জানিয়েছেন প্রিমিয়ার লিগের কো অর্ডিনেটর আমিন খান।

মন্তব্যসমূহ (০)


Lost Password