জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গত ২১ ও ২২ মার্চ ম্যাচ দুটি হওয়ার কথা ছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। তার আগে ১৮ মার্চ হওয়ার কথা ছিল এ আর রহমানের কনসার্ট। কিন্তু বাংলাদেশে ৮ মার্চ প্রথম ধরা পড়ে করোনাভাইরাস। এর দশ দিন পর করোনায় প্রথম মৃত্যুর খবর আসে বাংলাদেশে। যার কারণে সকলের সুরক্ষা বিবেচনায় পিছিয়ে দিতে হয় সবকিছু। এমনকি দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
তবে সম্প্রতি দেশে আবার ক্রিকেট কার্যক্রম চালু করেছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল গত মাসে বাংলাদেশ সফর করেছে। এসেছিল আয়ারল্যান্ড উলভস। বাংলাদেশ দলও গিয়েছে নিউ জিল্যান্ড। ইতিমধ্যে করোনা ভ্যাকসিনও নিয়েছেন সংশ্লিষ্টরা। এমন সময় স্বাভাবিকভাবেই তাই সামনে আসে মুজিববর্ষের টি-টোয়েন্টি ম্যাচ দুটির ভাগ্য নিয়েও। কিন্তু সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বাড়ায় বিসিবিও উদ্বিগ্ন দুই ম্যাচের আয়োজন নিয়ে।
বিসিবি সভাপতি যোগ করেন,‘কখন কী করা যায়, কী ধরনের খেলোয়াড় পাওয়া যেতে পারে, কোন সময় থেকে পাওয়া যাবে, এসব চিন্তা করেই আমরা একটা পরিকল্পনা তৈরি করছি। আমাদের পরিকল্পনা ছিল, এই মাসের শেষের মধ্যেই আমরা যোগাযোগ করতে পারব। যেহেতু আমাদের কোভিড আক্রান্তের সংখ্যা কমে এসেছিল। কিন্তু এখন যেভাবে বাড়ছে তাতে করে তো একটু শঙ্কিত। অনেক দেশ আবার লকডাউনে চলে যাচ্ছে। তবে এটুকু নিশ্চিত করতে পারি, যদি সুযোগ পাই, প্রথম সুযোগেই আমরা এই খেলাটা আয়োজন করে ফেলব।’
বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে বাংলাদেশে তারকা সব ক্রিকেটারের সমারোহ ঘটার পরিকল্পনা বিসিবির। বিশ্ব একাদশে কাইরন পোলার্ড, ক্রিস গেইল, ফাফ ডু প্লেসি, জনি বেয়ারস্টো, নিকোলাস পুরানদের মতো ক্রিকেটারদের আসার কথা ছিল। আর এশিয়া একাদশে বাংলাদেশি ক্রিকেটার ছাড়াও ভারতের বিরাট কোহলি, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, রিশভ পান্ত, মোহাম্মদ শামি; শ্রীলঙ্কার থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা এবং আফগানিস্তানের রশিদ খানের খেলার কথা ছিল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন