ব্যাটসম্যানদের ভুলেই উইকেট পড়েছে : তামিম ইকবাল

ব্যাটসম্যানদের ভুলেই উইকেট পড়েছে : তামিম ইকবাল

মিরপুরের উইকেট ব্যাটসম্যানদের জন্য দ্বিতীয় দিন যথেষ্ট ভালো ছিল বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। এমন উইকেটে দ্রুত চার উইকেট পড়ে যাওয়ায় নিজেদেরই দোষ দেখছেন তিনি।

উইন্ডিজের ৪০০ ছাড়ানো ইনিংসের জবাবে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা খেললেন ওয়ানডে স্টাইলে। অতি আগ্রাসী হতে উইকেটও দিলেন বিলিয়ে। এই দুরবস্থার দায় ব্যাটসম্যানদেরই। অন্তত এমনটাই মত তামিম ইকবালের।

আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলতি টেস্টের দ্বিতীয় দিনের প্রথম দুই সেশন খেলে আগের দিনের ২২৩ রানের সঙ্গে আরও ১৮৬ রান যোগ করে উইন্ডিজ।

তামিম বলেন, উইকেট খুব ভালো ছিল। আমরা যখন ব্যাটিংয়ে নামি, তখনো অনেক ভালো ছিল। তেমন কিছু হচ্ছিল না উইকেটে,’ ম্যাচ শেষে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয়, যে চারটা উইকেট পড়েছে, কোনোটা যে খুব ভালো বলে বা উইকেটের কারণে পড়েছে, তা নয়। আপনি যদি দেখেন, চারটাই ব্যাটসম্যানদের ভুল ছিল দেখে পড়েছে।

এদিন ৪ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ১০৫ রান। ক্যারিবীয়দের চেয়ে এখনো ৩০৪ রানে পিছিয়ে টাইগাররা, ফলোঅন এড়াতে করতে হবে আরও ১০৫ রান।

তামিম বলছেন, ‘আজ যদি আমাদের ২টা উইকেট কম পড়ত এবং এ রানটা (১০৫) থাকত, তাহলে আমাদের অবস্থান আরও ভালো হতো। যেহেতু ৪টা উইকেট পড়ে গেছে, তাই বলতেই হবে ওরা চালকের আসনে। তবে আমরা যদি কাল বড় পার্টনারশিপ করতে পারি, ১০০-১৫০ রানের জুটি গড়তে পারি, তাহলে আবার ম্যাচে ফিরতে পারব।’

মন্তব্যসমূহ (০)


Lost Password