বরগুনার আমতলীতেতে সেতু ভেঙে বরযাত্রীবাহী গাড়ি খালে পড়ে ১০ জন নিহত হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, আমতলী উপজেলার সাথে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের মধ্যে যোগাযোগের একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ছিল। বেলা দুইটার দিকে ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পাড় হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে।
এসময় অটোরিকশার কয়েকজন যাত্রী বের হয়ে আসলেও মাইক্রোবাসের যাত্রীরা আটকা পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, এখনো নিখোঁজ ১১ জন। তাদের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রী বহনকারী দুটি গাড়ি খালে পড়ে গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ১১ জন। শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ২টার দিকে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়।
এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি। স্থানীয় লোকজন লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এ পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিখোঁজ রয়েছেন আরো কমপক্ষে ১১ জন। বিকেল সাড়ে ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাইক্রোবাসটি পানির নিচ থেকে তোলা যায়নি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন