মুশফিকের অনবদ্য ১২৫ রানে সিরিজ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ

মুশফিকের অনবদ্য ১২৫ রানে সিরিজ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ
MostPlay

শ্রীলংকার বিপক্ষে ২য় ম্যাচ জিতে সিরিজ জেতার পাশাপশি বিশ্বকাপ বাচাইয়ের সুপার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে মুশফিকুর রহমান অনবদ্য ১২৫ রানে ইনিংস খেলে। এছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদ ৪১ ও লিটন দাস ২৫ রান করেন। ২৪৭ রানে টার্গেটে খেলতে নেমে কয়েক দপা বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ৪০ ওভারে ১৪১ রান করতে সক্ষম হলে ১০৩ রানে হারে শ্রীলংকা।

বাংলাদেশের পক্ষে মেহেদী মিরাজ ও মুস্তাফিজুর রহমান ৩টি করে উইকেট লাভ করে এছাড়াও নবাগত শরীফুল ইসলাম ১টি উইকেট পান। সুপার লীগের পয়েন্ট টেবিলে বাংলাদেশ শীর্যস্থান দখল করায় ইংল্যান্ড দ্বিতীয়, পাকিস্তান তৃতীয় এবং অষ্ট্রেলিয়া চতূর্থ স্থানে চলে যায়।

পয়েন্ট টেবিলে ভারতের অবস্থার অষ্টম স্থানে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৮ দল সরাসরি আগামী ২০২৩ বিশ্বকাপ খেলবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password