শেষ ওয়ানডে খেলতে ওয়েলিংটনে বাংলাদেশ দল

শেষ ওয়ানডে খেলতে ওয়েলিংটনে বাংলাদেশ দল

 

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে হেরে এর মধ্যেই সিরিজি হাতছাড়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।ফলে তৃতীয় ম্যাচটি টাইগারদের জন্য হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পাওয়ার ম্যাচ। সিরিজের শেষ ম্যাচে শুক্রবার ভোরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ফের মাঠে নামবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।  তৃতীয় ম্যাচকে সামনে রেখে ওয়েলিংটনে গেল তামিম ইকবালরা

বাংলাদেশ সময় বুধবার হোয়াইটওয়াশ এড়ানোর মিশন নিয়েই ক্রাইস্টচার্চ থেকে ওয়েলিংটনে গেছে টাইগাররা। ক্রাইস্টচার্চ থেকে বিমানে চড়ে ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ দল। সময় লেগেছে এক ঘণ্টার মতো।

ডানেডিনে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচে ক্রাইস্টচার্চে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল সফররত বাংলাদেশ। ব্যাট হাতে শুরুটা ভালোই হয়েছিল তামিমরা। নির্ধারিত ৫০ ওভারে তামিম এবং মিঠুনের হাফসেঞ্চুরির ওপর করে ২৭১ রান তুলে সফরকারী।

এরপর ম্যাচের প্রথমদিকে বল হাতেও সফল ছিলেন মোস্তাফিজ-মেহেদিরা। কিন্তু ম্যাচের মাঝখানে কয়েকটি ক্যাচ মিসই যেন টাইগারদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ফলে দ্বিতীয় ম্যাচটিতেও হেরে তারা। আর এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয় টম লাথামদের। এখন বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।

মন্তব্যসমূহ (০)


Lost Password