শঙ্কায় বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে

শঙ্কায় বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে

বাংলাদেশ সময় আজ দুপুর ১টায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হওয়ার কথা। ম্যাচ শুরু কয়েকদিন আগে বৃষ্টি নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। প্রতিটি ম্যাচেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ সকাল থেকেই আকাশ খুব পরিষ্কার। আবহাওয়ার অবস্থা দেখে সবাই মনে করছিল ম্যাচটা সঠিক সুময়েই শুরু হবে। কিন্ত ম্যাচ শুরু হওয়ার কয়েকঘন্টা আগে এই ম্যাচকে ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বৃষ্টির কথা চিন্তা চিন্তা করতে করতে যেন সবাই ভুলেই গিয়েছিল করোনাও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

কয়েকঘন্টা পরে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে শ্রীলঙ্কা পেল দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন বোলিং কোচ চামিন্ডাভাসসহ আরও দুই ক্রিকেটার—ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো। শ্রীলঙ্কার ক্রীড়া সাংবাদিক রেক্স ক্লেমেনটাইন নিশ্চিত করেছেন এই খবর। দ্বিতীয় পিসিআর টেস্টের ফলের জন্য অপেক্ষায় আছে লঙ্কান দল। সেই টেস্ট করানোর পর বোঝা যাবে, আসলে কি অবস্থা দলের। ম্যাচের আগে দ্বিতীয় রিপোর্ট পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে প্রথম ওয়ানডে নিয়ে।

তবে প্রথম ওয়ানডে অনুষ্ঠীত হওয়া নিয়ে আশাবাদী বিসিবির মিডিয়া কমিটির পরিচালক জালাল ইউনুস। গনমাধ্যমকে তিনি তিনি জানান, খেলা না হওয়ার কোন কারণ নেই। আইসিসির নিয়ম অনুযায়ী এখন করোনা পজিটিভ এই তিনজন খেলোয়াড়কে আইসোলোটেড করে রাখা হবে। মাঠে নামার আগে বাকি খেলোয়াড়দের টেস্ট করা হবে। আমরা খেলা শুরুর জন্য প্রস্তত। এখন দেখি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছ থেকে কি পরামর্শ আসে।

মন্তব্যসমূহ (০)


Lost Password