আইসিসি সুপার লিগে অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশ

আইসিসি সুপার লিগে অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে সুপার লিগ পদ্ধতির প্রবর্তন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই প্রতিযোগিতায় বর্তমানে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে বাংলাদেশ। টাইগারদের সামনে আছে শুধু অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আইসিসি সুপার লিগের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। সিরিজের তিনটি ম্যাচেই জয় পাওয়ায় তামিম ইকবালের দলের সংগ্রহ ৩০ পয়েন্ট। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৪০। তবে এরই মধ্যে দুটি সিরিজ তথা ৬টি ম্যাচ খেলে ফেলেছে তারা।

এদিকে বাংলাদেশের সমান ৩০ পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে পরের দুটি অবস্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড ও আফগানিস্তান। অজিদের মতো ইংল্যান্ডও ছয়টি ম্যাচ খেলেছে। আফগানরা অবশ্য তিন ম্যাচের সবগুলোতেই জিতেছে।

ভারত ছাড়া শীর্ষ সাতের বাকি তিন দেশ যথাক্রমে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। পাকিস্তান তিন ম্যাচে ২ জয়, উইন্ডিজ পাঁচ ম্যাচে দুই জয় ও জিম্বাবুয়ে তিন ম্যাচে একটি জয়ের দেখা পেয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, সুপার লিগে ভারত ছাড়া পয়েন্ট টেবিলের শীর্ষ ৭ দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে। এরপরের দুটি দল আইসিসির সহযোগী দেশগুলোর সঙ্গে বাছাইপর্বে অংশ নেবে। সেখান থেকে দুটি দল নিয়ে মোট ১০ দল নিয়ে অনুষ্ঠিত হবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ।

মন্তব্যসমূহ (০)


Lost Password