জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পদক পেয়েছে বাংলাদেশ

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পদক পেয়েছে বাংলাদেশ

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা উন্নয়নের সূচকগুলোতে পৃথিবীর অন্য সকল দেশের চেয়ে বেশি উন্নতি করার জন্য ইন্টারন্যাশনাল কনভেনশন অন সাসটেইনেবল ডেভলপমেন্টের নবম সম্মেলনে এর পরিচালক, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রফেসর জেফরি সাচস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের ভুয়সী প্রশংসা করেছেন এবং বাংলাদেশকে পুরস্কৃত করেছেন তিনি।

জাতিসংঘ সাধারণ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে নিউ ইয়র্ক অবস্থান করছেন। প্রফেসর জেফরি সাচসকে এই সময়ের পৃথিবীর সেরা (নিউইয়র্ক টাইমস এবং টাইম ম্যাগাজিন) অর্থনীতিবিদ মনে করা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। পুরস্কার গ্রহণকালে প্রধানমন্ত্রী বলেছেন, এই কাজ সহজ নয় এবং এই অর্জনের কৃতিত্ব বাংলাদেশের সকল মানুষের। তিনি তার পিতার ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্নপূরণের জন্য কাজ করে যাচ্ছেন দিন রাত।

এদিকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সঠিক পথে আছে বাংলাদেশ। এসডিজি উত্তরণে বিশ্বের যে তিনটি দেশ সবচেয়ে এগিয়ে আছে, তার মধ্যে রয়েছে বাংলাদেশের নাম। বাকি দুটি দেশ হলো আফগানিস্তান ও আইভরি কোস্ট। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘সাসটেইনেবল ডেভলপমেন্ট রিপোর্ট-২০২১’ শীর্ষক প্রতিবেদনে এসডিজি সূচকে বিশ্বের ১৬৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম। এক্ষেত্রে ভারত ও পাকিস্তানের (১২৯তম) চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালের পর থেকে পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোই এসব লক্ষ্য পূরণের পথে সবচেয়ে বেশি এগিয়েছে। আর ২০১৫ সালের পর থেকে এসডিজি সূচকে স্কোরের দিক দিয়ে সবচেয়ে বেশি এগিয়েছে বাংলাদেশ, আইভরি কোস্ট ও আফগানিস্তান বলে জানা গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password