জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ

একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করে ফেলছে বাংলাদেশ ক্রিকেট দল। এর ফলে ১২ বছর জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জয় করলো বাংলাদেশ। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচও জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার সুযোগ টাইগারদের সামনে। জিম্বাবুয়েতে রীতিমত উড়ছে টাইগাররা। শেষ ম্যাচে জিম্বাবুয়েকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট দল এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।

ম্যাচের আগের দিন ভিডিও বার্তায় সাইফ উদ্দিন বলেন, ‘প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তামিম ভাই কিছুটা চোট নিয়ে খেলছেন। কারণ সুপার লিগের পয়েন্টের একটা বিষয় আছে। আমাদের প্রত্যেকটা খেলোয়াড় গুরুত্বের সঙ্গেই খেলছে। জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই যেহেতু ঘরের মাঠে সব দলই দুর্দান্ত। এজন্য বেশি মনোযোগ রেখে খেলছি, শতভাগ দিয়ে চেষ্টা করছি। প্রত্যেক সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। প্রসেস ঠিক থাকলে ৩-০ ব্যবধানে জিতব ইনশাআল্লাহ’।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল টানা ১৭ ম্যাচ ধরে অপরাজিত। এছাড়া সাম্প্রতিক ফর্মও কথা বলছে টাইগারদের। দলের সেরা পারফর্মার সাকিব আল হাসানের ব্যাটিং নিয়ে যে চিন্তা ছিল সেটাও দূর হয়ে গেছে গত ম্যাচে। শেষ ম্যাচে তার ব্যাটে চড়েই সিরিজ জয় নিশ্চিত হয়েছে টাইগারদের।

শেষ ম্যাচে বাংলাদেশ দলে কিছুটা পরিবর্তন আসতে পারে। ইনিজুরীর কারণে প্রথম দুই ম্যাচে একাদশে না মোস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে শেষ ওয়ানডেতে। এছাড়া প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যার্থ মোহাম্মদ মিথুন ও মোসাদ্দক হোসেন জায়গা হারাতে পারেন মুল একাদশ থেকে। ঘরোয়া লিগে ব্যাটে হাতে দূর্দান্ত ফর্মে থাকা সোহানকে দেখা যেতে পারে কালকের ম্যাচে।

মন্তব্যসমূহ (০)


Lost Password