ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেন বাংলাদেশের ক্রিকেটাররা

ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেন বাংলাদেশের ক্রিকেটাররা

ফিলিস্তিনের মুসলিমদের ওপর ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের হামলার প্রতিবাদে ফিলিস্তিনেদের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন থামাতে শুরু থেকেই সরব বিশ্ব ক্রীড়াঙ্গনও। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে এবার সামিল হলো বাংলাদেশের ক্রিকেটাররা। ফিলিস্তিনিদের সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইলে পোষ্ট দিয়ছেন মুশফিকুর রহিম, রুবেল হোসেন, আকবর আলী, আমিনুল ইসলাম বিপ্লবরা।

মঙ্গলবার রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান। ফিলিস্তিনের পতাকার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আমি, মুশফিকুর রহিম, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সঙ্গে দাঁড়াচ্ছি’। ছবির এক কোণায় লেখা ‘শক্ত থাকো, ফিলিস্তিন’।

মুশফিকুর রহিমের পোষ্টের নিচে কয়েকঘন্টার মধ্যেই প্রায় ৫ লাখ রিঅ্যাক্ট জানান ফলোয়াররা। এছাড়া প্রায় ১ দেড় লক্ষ মানুষ কমেণ্ট করেছেন। কমেন্টে সবাই মুশফিকুর রহিমকে সাপোর্ট করেছেন।

জাতীয় দলের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ফিলিস্তিনের পতাকা দিয়ে ক্যাপশন দিয়েছেন, ‘আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করুন, আমিন’।

বাংলাদেশ দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ছোট্ট একটি শিশুকে নিয়ে ভীত এক মায়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ফিলিস্তিন আমরা আপনাদের পক্ষে আছি। আমাদের প্রার্থনায় সবসময় আছেন আপনারা’।

একটি বাচ্চা ছেলেকে ইসরায়েলি সেনাবাহিনী কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে - এমন একটি ছবি পোস্ট করে আমাদের যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী লিখেছেন, ‘আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করুক। আমিন’।

মন্তব্যসমূহ (০)


Lost Password