ভয়ঙ্কর হয়ে ওঠা রোহিত শর্মা ও সুরাইয়া কুমার যাদবের মধ্যকার জুটি বিচ্ছেদ ঘটান সাকিব আল হাসান। ৭৬ রানের এই জুটি ভেঙে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে স্বস্তি ফেরান বাংলাদেশ সেরা এ অলরাউন্ডার। সাকিবের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে ৩৬ বলে সাত চার ও দুই ছক্কায় ৫৬ রান করেন সুরাইয়া কুমার যাদব। তার বিদায়ে ৮৬ রানে দ্বিতীয় উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। সাকিব চার ওভারে মাত্র ২৩ রান খরচ করে শিকার করেন এক উইকেট।
টস জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় কেকেআর। চেন্নাইয়ে চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। ২০১২ সালের পর ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল শিরোপা জিতে কেকেআর। বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটির দুইবারের শিরোপা জয়ে অনন্য ভূমিকা রেখেছেন বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
গত ছয় বছর শিরোপা জয়তো দূরে থাক, ফাইনালেও উঠতে পারেনি কেকেআর। ছয় বছরের সেই খরা এবার ঘুচাতে চায় কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের ইতিহাসে রেকর্ড পাঁচবার শিরোপা জিতে নেয়। গত দুই আসরে টানা শিরোপা জেতা দলটি হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে নেমেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন