যশোরের শার্শায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্প অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালে'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সময় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম, শার্শা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইঞ্জিনিয়ার এম এম মামুন হাসান, উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র কর্মকর্তা আবু বিল্লাল, উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন