যশোরের বেনাপোল কাস্টমসের স্বর্ণ চুরির মামলার আসামিকে জামিন

যশোরের বেনাপোল কাস্টমসের স্বর্ণ চুরির মামলার আসামিকে জামিন
MostPlay

যশোরের বেনাপোল কাস্টমসের স্বর্ণ চুরির মামলার আসামিকে জামিন। যশেরের বেনাপোল কাস্টমস হাউজের ১৯ কেজি স্বর্ণ চুরি যে অভিযোগের মামলায় আটক ঢাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুন্ডুকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই কাস্টমস কর্মকর্তাকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে বৃহস্পতিবার (১০ জুন ২০২১) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

আদালতে আজকে ১১ জুন এই শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। এবং অন্যদিকে, রাজস্ব কর্মকর্তার পক্ষে ছিলেন অ্যাডভোকেট এসএম শাহজাহান হোসেন। যশোরের বেনাপোল কাস্টমস হাউজের গোডাউনের তালা ভেঙ্গে প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যমানের ১৯ কেজি ৩১৮ গ্রাম স্বর্ণ চুরি হয় এবং ঔ অভিযোগে গত বছরের নভেম্বরে মামলা হয় কাস্টমস কর্মকর্তার । মামলার ঔ অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৭ নভেম্বর রাত ৮টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টার মধ্যে যেকোনো সময় চুরির ঘটনা ঘটেছিল।

এবং ওই সময় গোডাউনের চাবি ছিল আরেক সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুল সরদারের কাছে। এবং এই ঘটনার পর পুলিশ শাহিবুল সরদারকে গ্রেফতার করে। পুলিশ শাহিবুলের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বাসা থেকে ঢাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুন্ডুকে ওই বছরের ১৪ ডিসেম্বর গ্রেফতার করে পুলিশ। বিশ্বনাথ কুন্ডু ঐ সময়ে বেনাপোল কাস্টমস হাউজে কর্মরত ছিলেন। তবে তিনি ২০১৯ সালের ১৩ জানুয়ারি দায়িত্ব বুঝে দিয়ে ঢাকা কার্যালয়ে যোগদান করেন। সেই থেকে তিনি ঢাকায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

চলতি বছর ঐ মামলার রায়ে বিশ্বনাথ কুন্ডুর জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট বিভাগ। এই জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে আদালত দুই সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পন করতে গত ২৭ মে আদেশ দিয়েছেন। এ আদেশে গত ৭ জুন আত্মসমর্পন করেন বিশ্বনাথ কুন্ডু। এ অবস্থায় আজ আবারও রাষ্ট্রপক্ষের ঔ আবেদনের ওপর শুনানি শুরু হয়। এবং শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আসামির আইনজীবী জানান, তিনি সম্পুর্ন নির্দোশ সেটা আদালতে প্রমানিত হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password