কাইল জেমিসনের দিনে আজহার আলীর আক্ষেপ

কাইল জেমিসনের দিনে আজহার আলীর আক্ষেপ
MostPlay

নিউ জিল্যান্ডের বিপক্ষে মাত্র সাত রানের জন্য সেঞ্চুরি পাননি পাকিস্তানের ব্যাটসম্যান আজহার আলী। তার আক্ষেপের দিনে পাকিস্তানকে একাই ভুগিয়েছেন কাইল জেমিসন। তৃতীয়বারের মতো টেস্ট ক্রিকেটে নিয়েছেন পাঁচ উইকেট।রোববার ক্রাইস্টচার্চে  দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আজহারের ৯৩ ও মোহাম্মদ রিজওয়ানের ৬১ রানে ভর কর প্রথম ইনিংসে ২৯৭ রান করে পাকিস্তান। 

টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই শান মাসুদের উইকেট হারায় সফরকারীরা। আবিদ আলীকে সঙ্গে নিয়ে ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেন আজহার আলী। ২৫ রানে আবিদ আলী আউট হয়ে গেলে ভাঙে ৬২ রানের জুটি। 

এক ওভারের ব্যবধানে পরপর সাজঘরে ফেরেন হারিস সোহাইল ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলম। এবার অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ক্রিজে এসে সঙ্গ দেন আজহারকে। দুজনে ৫ম উইকেটের জুটিতে গড়েন ৮৮ রান। রিজওয়ান মাত্র ৭১ বল খেলে ৬১ রানে আউট হয়ে গেলে ভাঙে এই জুটি। 

এবার ফাহিম আশরাফকে নিয়ে আবারো পঞ্চাশোর্ধ একটি জুটি গড়েন আজহার। ৬ষ্ঠ উইকেটে ৫৬ রানের এই জুটি ভাঙে আজহারের ৯৩ রানে আউট হওয়ার মাধ্যমে। ১৭২ বলে ১২টি চারের মারে তিনি এই রান করেন। ফাহিমও বেশিক্ষণ থাকতে পারেননি। ৪৮ রান আসে তার ব্যাট থেকে। শেষ দিকে জাফর গওহরের ৩৪ রানের কল্যাণে ৩০০ এর কাচকাছি যেতে পারে পাকিস্তান। 

এদিকে পাকিস্তানকে একাই ভুগিয়েছেন তৃতীয়বারের মতো টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট নিয়েছেন কাইল জেমিসনন। সফরকারীদের বিপক্ষে আজ ২১ ওভারে মাত্র ৬৯ রান দিয়ে নেন পাঁচ উইকেট।  দুটি করে উইকেট নেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। 

মন্তব্যসমূহ (০)


Lost Password