আইপিএলের বাকি অংশ খেলার অনুমতি পাচ্ছেন অস্ট্রেলিয়ানরা

আইপিএলের বাকি অংশ খেলার অনুমতি পাচ্ছেন অস্ট্রেলিয়ানরা
MostPlay

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে স্থগিত হওয়া আইপিএলের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। তিন সপ্তাহের মধ্যেই বাকি ৩১ ম্যাচ শেষ করতে চায় বিসিসিআই। ১৫ অক্টোবর হবে প্রতিযোগিতার ফাইনাল।

ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ সহ অস্ট্রেলিয়ার ২০ জন ক্রিকেটার আইপিএলের দলের সাথে চুক্তিবদ্ধ। কিন্ত আইপিএলের সময় আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা অজিদের৷ তাই আইপিএলের বাকি অংশে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল৷ দল গুলোও পড়েছিল দুশ্চিন্তায়। আজ অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের নিয়ে আইপিএল দলগুলোর দুশ্চিন্তা অনেকটা কমে গেছে কারণ আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হওয়ায় আইপিএলে খেলার অনুমতি পাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আলোচনা চলছিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড সিরিজটি এখন আয়োজন করতে চাচ্ছে না। ভেন্যু না পাওয়া বড় কারণ। দুই পক্ষের আলোচনায় সিরিজ স্থগিত হয়েছে। ফলে আইপিএলে অংশগ্রহণে ওয়ার্নারদের কোনো বাধা নেই।

মন্তব্যসমূহ (০)


Lost Password