শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের কাছে নাকাল অস্ট্রেলিয়া

শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের কাছে নাকাল অস্ট্রেলিয়া

সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৬ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে জিতে সিরিজ শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ম্যাচে আন্দ্রে রাসেল অতি সাবধানী না হলে ক্যারবীয়দের কাছে হোয়াইটওয়াশ হয়েও যেতে পারত অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচে আরেকটি হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী হয়েছে দর্শকরা। ২২ গজে চার-ছক্কার ফোয়ারা। ব্যাটে অজস্র রান। যেখানে একক আধিপত্যে ওয়েস্ট ইন্ডিজকে জেতালেন এভিন লুইস। এই বাঁহাতির ৩৪ বলে ৭৯ রানের ইনিংসে অস্ট্রেলিয়াকে ২০০ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৯ উইকেটে ১৮৩ রানে। ক্যারিবীয়রা পায় ১৬ রানের জয়।

ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার আন্দ্রে ফ্লেচার দ্রুত ফিরলেও বিদ্ধংসী ছিলেন এভিন লুইস। প্রথম উইকেটে ৪০ রানের পর দ্বিতীয় উইকেটে ক্রিস গেইলের সাথে লুইস ৪৩ রান যোগ করেন মাত্র ১৪ বলে, পাওয়ারপ্লেতে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৮১ রান । ১১ তম ওভারে ৩৪ বলে ৭৯ রান করে ফেরেন লুইস। লুইস আউট হওয়ার পর রানের গতি তুলনামূলক কমে যায় ক্যারিবিয়ানদের, অধিনায়ক নিকোলাস পুরানের ১৮ বলে ৩১ রানের ইনিংসে দুইশোর চেয়ে ১ রান কমে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। সিরিজে প্রথম ম্যাচ খেলতে নেমে অজি পেসার অ্যান্ড্রু টাই ৩৭ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নেন। অ্যাডাম জাম্পা পান দুই উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানেই জস ফিলিপেকে (০) হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেটে আশা জাগান সিরিজে অসিদের একমাত্র জয়ের নায়ক অ্যারন ফিঞ্চ ও মিচেল মার্শ। দুজন মিলে মাত্র ৩.১ ওভারে যোগ করেন ৩৭ রান। অতিরক্তি আক্রমণাত্মক খেলতে খেলতে আন্দ্রে রাসেলের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন মার্শ। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ৩০ রান। এরপর অ্যারন ফিঞ্চও ২৩ বলে ৩৪ রান করে সীমানায় অ্যালেনের অসাধারণ ক্যাচে আউট হয়ে ফিরে যান।

অস্ট্রেলিয়ার উইকেট রক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড ১৮ বলে করেন ২৬ রান করে অস্ট্রেলিয়াকে খেলায় রাখেন। শেষ দিকে টাই ১৫ ও সোয়েপসন ১৪ রান করে খানিকটা লড়াই করলেও ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের দেখা পাননি তারা। অস্ট্রেলিয়ার ইনিংস থামে জয় থেকে ১৬ রান দূরে ৯ উইকেটে ১৮৩ রানে। ব্যাট হাতে মাত্র ১ রান করলেও বল হাতে ঝলসে ওঠেন আন্দ্রে রাসেল। ৪ ওভারে ৪৩ রান দিয়ে নেন ৩ উইকেট। শেলডন কটরেলও ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন।

আগামী বুধবার (২১ জুলাই) থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। সিরিজের পরের দুই ওয়ানডে ২৩ ও ২৫ জুলাই।

মন্তব্যসমূহ (০)


Lost Password