মাদারীপুরে শিক্ষার্থীদের ওপর পুলিশ–ছাত্রলীগ–যুবলীগের হামলা, আহত ৩০
মাদারীপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। পরে পাল্টা হামলা চালায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে ১০ পুলিশ সদস্য, দুই সংবাদকর্মীসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ-- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান করে শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন।
গাজীপুরের শিমুলতলী এলাকায় বিক্ষোভ করছেন ডুয়েট শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীরা
আজ বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন। এর সমর্থনে গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার মধ্য গাজীপুরের চন্দ্রায় শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ।
রাপা প্লাজার কাছে সড়কে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার কাছে সড়কে নেমেছে আশপাশের কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা ওই রাস্তায় নামে। স্কুল কলেজগুলোর মধ্যে আছে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজ, সিটি কলেজ ও মোহম্মদপুর প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থীরা আছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন