অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি নতুন পার্শ্ব প্রতিক্রিয়া শনাক্ত

অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি নতুন পার্শ্ব প্রতিক্রিয়া শনাক্ত

কোভিড-১৯ এর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা নেওয়ার ফলে রক্তে আরেকটি বিরল পার্শ্ব প্রতিক্রিয়া শনাক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

এ বিষয়ে ১১ জুন শুক্রবার ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) জানায়, "করোনাভাইরাসের টিকা প্রয়োগের পর যাদের হৃদপিণ্ডে সমস্যা দেখা গিয়েছে, এমন কয়েকজন রোগীকে পরীক্ষা করলে এই পার্শ্ব প্রতিক্রিয়া ধরা পড়ে।" এ বিষয়ে ইএমএর নিরাপত্তা কমিটিকে রয়টার্স জানিয়েছে, অ্যাস্ট্রেজেনেকার টিকার একটি নতুন পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মানুষের ‘রক্তনালীতে ফুটো’ হওয়ার উপসর্গও যোগ করতে হবে।

সংস্থাটি এপ্রিলে প্রথম এই উপসর্গগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। তারা ছয়জন রোগীকে পরীক্ষা করে নতুন এই পার্শ্ব প্রতিক্রিয়া শনাক্ত করে, যাদের বেশিরভাগই নারী। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং তিনজনের আগে থেকেই রক্তনালী ফুটো হওয়ার লক্ষণ ছিল। যারা এর আগে রক্তনালীর এই ক্ষুদ্র ছিদ্রের কারণে শরীর ফুলে যাওয়া এবং রক্তচাপ কমায় ভুগেছেন তাদেরকে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ করা উচিত হবে না বলে জানিয়েছে ইএমএ। ইএমএ এর সুপারিশ অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রতি আরেকটু আস্থা কমিয়ে দিবে বলে আশঙ্কা করা যায়। তবে এখনো এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি অ্যাস্ট্রাজেনেকা।

এদিকে ব্রিটেনের স্বাস্থ্য নিয়ন্ত্রক এমএইচআরএ বৃহস্পতিবার জানিয়েছে, চার কোটি জনগণকে এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে আটজনের দেহে রক্তনালী ফুটো হওয়ার লক্ষণ ধরা পড়েছে তবে এখন পর্যন্ত তারা এর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি।

ওদিকে সর্বমোট ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, নরওয়ে, আইসল্যান্ড ও লিখটেনস্টেইনে এখন পর্যন্ত সাত কোটি ৮০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password