করোনায় আক্রান্ত আশরাফুল

করোনায় আক্রান্ত আশরাফুল

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। রোববার বরিশাল বিভাগের এই ওপেনারের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। আশরাফুল ঢাকার একটি হোটেলে আইসোলেশনে আছেন। এদিকে দ্বিতীয় পরীক্ষাতেও করোনামুক্ত হতে পারেননি সাদমান ইসলাম।

৩৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান বলেন, গতকাল (২৭ মার্চ) টেস্ট করানো হয়েছিল। পজিটিভ এসেছে। আমার কোনো উপসর্গ নেই, ভালো আছি। দ্বিতীয়বার পরীক্ষা করানো হয়েছে, রিপোর্ট পাইনি। এই পরীক্ষায় নেগেটিভ আসলে কাল যাবো।

এদিকে দুইবার পরীক্ষা দিয়ে দুইবারই করোনা পজিটিভ হয়েছেন সাদমান। নিজ বাসায় আইসোশলেনে আছেন তিনি। জাতীয় লিগের প্রথম রাউন্ডে করোনায় আক্রান্ত হওয়া ইবাদত হোসেন দ্বিতীয়বার পরীক্ষা করালেও রিপোর্ট হাতে পাননি। এজন্য দ্বিতীয় রাউন্ডে খেলা হচ্ছে না তার। একই সঙ্গে সাদমানও এ রাউন্ডেও দর্শক।

জাতীয় ক্রিকেট লিগ শুরুর আগে সব ক্রিকেটার, ম্যাচ অফিসিয়ালের করোনা পরীক্ষা করানো হয়। প্রথম রাউন্ড শুরুর আগে সাদমান ও খুলনার একজন রিজার্ভ আম্পায়ারের করোনা পজিটিভ এসেছিল। দ্বিতীয় পরীক্ষায় আম্পায়ার নেগেটিভ আসলেও সাদমানের দ্বিতীয় পরীক্ষাতেও পজিটিভ আসে। এরপর বিসিবি তাকে বিশেষ ব্যবস্থায় বরিশাল থেকে ঢাকা নিয়ে আসে। তৃতীয় পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। রিপোর্ট হাতে পাওয়ার পরই বাঁহাতি ব্যাটসম্যান খেলার জন্য তৈরি হবেন। এদিকে বাকিরাও করোনা টেস্টের ফল পাওয়ার অপেক্ষায় আছেন। 

দ্বিতীয় রাউন্ডে রংপুর ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক রংপুরের প্রতিপক্ষ খুলনা বিভাগ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর মাঠে খেলবে ঢাকা ও সিলেট বিভাগ। একই স্টেডিয়ামের ১ নম্বর মাঠে নামবে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম। বিকেএসপির-৪ নম্বর মাঠে লড়বে রাজশাহী ও বরিশাল বিভাগ।

মন্তব্যসমূহ (০)


Lost Password