২৮ বছর পর শিরোপা জিতলো আর্জেন্টিনা

২৮ বছর পর শিরোপা জিতলো আর্জেন্টিনা
MostPlay

দীর্ঘ ২৮ বছরের শিরোপা আক্ষেপ গুছিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার ১৫তম শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তারা। এরই মধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জিতেছেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। আজ রোববার সকালে ৬টায় রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

রোববার ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটিতে আধিপত্য বিস্তার করেই খেলছিল স্বাগতিক ব্রাজিল। ম্যাচের শুরু থেকে বারবার আর্জেন্টিনার রক্ষণে হানা দেয় তারা। তবে আর্জেন্টিনা জমাট রক্ষণ ভেঙে সাফল্যের দেখা পায়নি সেলেসাওরা। উল্টো ম্যাচের ২২ মিনিটের সময় অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে লিড পেয়ে যায় আর্জেন্টিনা। অফফর্মে থাকা নিকোলাস গনজালেজকে বসিয়ে ফাইনালের শুরুর একাদশে ডি মারিয়াকে জায়গা দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেই ডি মারিয়াই দলকে এনে দেন প্রথম সাফল্য।

রদ্রিগো ডি পলের দুর্দান্ত থ্রু বলে ব্রাজিলের অফসাইড ফাঁদ ভেঙে ঢুকে পড়েন ডি মারিয়া। বুদ্ধিদীপ্ত চিপ শটে সামনে থাকা গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন এ তারকা ফরোয়ার্ড। ২০০৪ সালে সিজার ডিলগাডোর পর ডি মারিয়া প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে কোপা আমেরিকার ফাইনালে গোল করলেন। এগিয়ে গিয়ে আরও দুর্দান্ত হয়ে উঠে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ বাড়া তারা। বিপরীতে বেশ কয়েকবার সুযোগ তৈরি করে গোলমুখে বল রাখতে পারেনি স্বাগতিকরা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান লিওনেল স্কালোনির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ডিফেন্সিভ খেলা শুরু করে আর্জেন্টিনা। তবে আক্রমণত্মক ছিল ব্রাজিল। ৫১ মিনিটে নেইমারকে মাঝমাঠে ফাউল করে হলুদ কার্ড দেখেন লো সেলসো। একের পর এক জোরাল আক্রমণ করতে থাকে পেলের উত্তরসূরীরা। যার সুবাদে ম্যাচের ৫২ মিনিটেই পেয়ে যায় গোলের দুর্দান্ত সুযোগ। ডি-বক্সের মধ্য থেকে সেটি কাজেও লাগিয়েছিলেন রিচার্লিসন। কিন্তু আক্রমণের শুরুতে তিনি অফসাইডে থাকায় বাতিল করা হয় গোল।

৫৫ মিনিটে মার্টিনিজের দারুণ সেভে রক্ষা পায় আর্জেন্টিনা। ডান দিক থেকে নেইমারের বাড়ানো বলে শট নিয়েছিলেন রিচার্লিসন। কিন্তু মার্টিনেজকে ফাঁকি দিতে পারেনি বল। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে ব্রাজিল। তবে আর্জেন্টিনার জমাট রক্ষণ কিছুতেই ভেদ করে পারেনি স্বাগতিকরা। ৮৭তম মিনিটে গাব্রিয়েল বার্বোসার দুর্দান্ত শট ফিরিয়ে দেন মার্টিনেজ। ম্যাচের শেষদিকে ব্রাজিল যখন ও শোধ করতে মরিয়া হয়ে উঠেছে তখন পাল্টা আক্রমণে সহজ একটি সুযোগ নষ্ট করেছেন লিওনেল মেসি। ম্যাচের যোগ করা সময়ে ব্রাজিল কোন গোল না করতে না পারলে এক গোলের জয় দিয়েই ২৮ বছর পর শিরোপা উল্লাসে মেতে উঠে আর্জেন্টিনা।

মন্তব্যসমূহ (০)


Lost Password