কোপার ফাইনাল নিশ্চিত করতে আগামীকাল সকালে মাঠে নামবে আর্জেন্টিনা

কোপার ফাইনাল নিশ্চিত করতে আগামীকাল সকালে মাঠে নামবে আর্জেন্টিনা
MostPlay

কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে সনি টেন ২ ও সনি সিক্স চ্যানেলে। এ ম্যাচের জয়ী দল ব্রাজিলের মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে।

আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে কলম্বিয়ার গোলকিপার ডেভিড ওস্পিনা। পুরো টুর্নামেন্টেই দারুণ খেলে যাচ্ছেন কলম্বিয়ার গোলরক্ষক। প্রতি ম্যাচেই বিপক্ষ দলের খেলোয়াড়দের গোল বঞ্চিত করেছেন তিনি। উরুগুয়ের বিপক্ষে দুটি পেনাল্টি শুটআউট থামিয়ে দলকে নিয়ে এসেছেন কোপা আমেরিকার সেমিফাইনালে। গোটা টুর্নামেন্টে মাত্র তিনটি গোল করা দলকে সেমিফাইনালে তুলতে ওস্পিনার অবদান ছিল চোখে পড়ার মতো।

অন্যাদিকে আর্জেন্টিনার জার্সিতে মেসি আছেন ক্যারিয়ারে অন্যতম সেরা ছন্দে। চারটি করে গোল ও অ্যাসিস্ট তারা। গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। এছাড়া আর একটি গোল করলে গ্রেট পেলেকে ধরে ফেলবেন লিওনেল মেসি। নিশ্চয়ই তিন চাইবেন এই টুর্নামেন্টেই পেলেকে ছাড়িয়ে যাতে।

সাম্প্রতিক ও অতীত রেকর্ড কথা বলছে আর্জেন্টিনার হয়ে। গত দুই বছর ধরে হারের স্বাদ না পাওয়া আর্জেন্টিনা টানা ১৮ ম্যাচে অপরাজিত। এছাড়া দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও বেশ এগিয়ে মেসিরা। এখন পর্যন্ত ৪০ বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ২৩ বার, কলম্বিয়া জিতেছে ৯টি ম্যাচে। বাকি ৮টি ম্যাচ ড্র হয়েছে।

এই ম্যাচ জিতে ফাইনালে উঠতে পারলেই ১৯৯৩ সালের কোপার পর প্রথম কোনও বড় ট্রফি খরা ঘোচানোর সুযোগ পাবে আর্জেন্টিনা। এছাড়া মুখে মুখে প্রচলিত হয়ে গেছে, আর্জেন্টিনার জার্সিতে দেখা যায় না বার্সেলোনার লিওনেল মেসিকে। এবার এই সমালোচকদের মুখ বন্ধ করে দেয়ার জন্যও কোপার শিরোপা বেশ প্রয়োজন ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী লিওনেল মেসির।

মন্তব্যসমূহ (০)


Lost Password