ড্র দিয়েই কোপা আমেরিকা শুরু করলো আর্জেন্টিনা

ড্র দিয়েই কোপা আমেরিকা শুরু করলো আর্জেন্টিনা

ড্রর বৃত্তে যেন আটকে গেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যচে ড্র। এবার কোপা আমেরিকাতে চিলির সাথে ড্র করেই মিশন শুরু করলো আর্জেন্টিনা। প্রথমার্ধে দারুণ ফ্রি কিকে দলকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্ত লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ১ পয়েন্ট করে নিয়েই সন্তষ্ট থাকতে হয়েছে দুই দলকে।

শুরু থেকেই চিলিকে চাপে রাখে আর্জেন্টিনা। গোলের জন্য মরিয়া হয়ে উঠা আর্জেন্টিনা সপ্তম মিনিটেই প্রথম সুযোগ তৈরি করে। কিন্ত সেই সুযোগ কাজে লাগাতে ব্যার্থ লিওনেল মেসি। এর দুই মিনিট পর আবার সুযোগ পায় আলবিসেলেস্তেরা। এবার জিওভানি লো সেলসোর বাড়িয়ে দেয়া বলে পা ছোয়াতে ব্যার্থ লাউতারো মার্টিনেজ। ৩৩ মিনিটে আর সুযোগ নষ্ট করেননি মেসি। অসাধারণ এক ফ্রি-কিকে টপ কর্নার দিয়ে লক্ষ্যভেদ করেন আলবিসেলেস্তেদের জার্সিতে ১৪৫তম ম্যাচ খেলতে নামা মেসি। প্রথমার্ধেই ব্যবধান বাড়িয়ে নিতে পারত আর্জেন্টিনা। আনমার্কড অবস্থায় বল পেয়েছিলেন লাউতারো মার্টিনেজ। কিন্তু লক্ষ্য বরাবর শট নিতে পারেননি এ তরুণ ফরোয়ার্ড। তাই মেসির গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে আর্জেন্টিনা। পিছিয়ে পড়া চিলিও নিজেদের খোলস ছেড়ে বের হবার চেষ্টা করতে থাকে। এর ফলও তারা পেয়ে যায় ম্যাচের ৫৭ মিনিটের সময়। নিজেদের বক্সে চিলির ভার্গাসকে ফেলে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ইন্টার মিলানের মিডফিল্ডার ভিদালের নেয়া স্পট কিক রুখে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে বল ক্রসবারে লেগে ফেরার পর হেডে জালে পাঠান ভার্গাস। গোল হযম করে আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। ম্যাচ জয়ের জন্য আর্জেন্টিনা কোচ দুটি পরিবর্তন আনেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। লো সেলসোর বদলি হিসেবে নামেন দি মারিয়া এবং লেয়ান্দ্রো পারেদেসের জায়গায় আসেন এজেকুয়েল পালাসিওস। শেষ ২৫ মিনিট আক্রমনের পসরা বসালেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তাদের সামনে চিনের দেয়াল হয়ে দাড়িয়েছিলেন চিলির গোলরক্ষক ব্রাভো। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন তিনি। আর্জেন্টিনাকে বেশ কয়েকবার একাই নিরাশ করে দিয়েছেন তিনি। মুলত তার কারণেই শেষ হাসি হাসতে পারেনি আর্জেন্টিনা।ড্রর বৃত্তে আটকে থাকা আর্জেন্টিনার পরবর্তী খেলা উরুগুয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেদিনই বলিভিয়ার মুখোমুখি হবে চিলি।

মন্তব্যসমূহ (০)


Lost Password