প্যারাগুয়েকে হারিয়ে সবার আগে কোয়াটার ফাইনালে আর্জেন্টিনা

প্যারাগুয়েকে হারিয়ে সবার আগে কোয়াটার ফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকায় কখনই প্যারাগুয়ের বিপক্ষে হারের স্বাদ পায়নি আর্জেন্টিনা। তারপরেও তাদের নিয়ে বেশ অস্বস্তিতেই ছিল কারণ ২০১৫ সালের কোপাতে প্যারাগুয়েকে ৬-১ ব্যাবধানে পরাজিত করার পর তাদের বিপক্ষে আর জয় তুলে নিতে পারেনি। তবে আজ ভোরে সেই অস্বস্তি কাটিয়ে উঠেছে আলবিসেলেস্তারা। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে সবার আগে এবারের কোপা আমেরিকায় কোয়াটার ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে শুরুর একাদশে ছয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে। প্যারাগুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে আলবিসিলেস্তারা। ম্যাচের ৮ মিনিটের সময় এগিয়ে যেত পারতো আর্জেন্টিনা। দুই ম্যাচ পর মুল একাদশে সুযোগ পাওয়া আগুয়েরো কাজে লাগাতে পারলে। ফল পেতে অবশ্য বেশি সময় লাগেনি তাদের। ডি মারিয়ার পাস থেকে প্রথমার্ধের দশম মিনিটে জয়সূচক গোলটি করেন দারিও গোমেজ, যাকে মূলতঃ পাপু গোমেজ নামেই চেনে সবাই। ম্যাচের ১৮ মিনিটে ব্যাবধান দ্ব্বিগুন করার সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। বার্সেলোনা তারকার ফ্রি কিক একটুর জন্য লক্ষ্য মিস করে। আর্জেন্টিনার আক্রমণের তুলনায় প্রথমার্ধে তেমন সুবিধা কর‍তে পারেনি প্যারাগুয়ে। এক্ষেত্রে অবশ্য বড় কৃতিত্ব প্রাপ্য আর্জেন্টিনার রক্ষণ ভাগের। ১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির পর আর্জেন্টিনার উপর চাপ সৃষ্টি করতে থাকে প্যারাগুয়ে। প্রথমাআর্ধ যদি হয় আর্জেন্টিনার তবে ম্যাচের দ্বিতীয় অর্ধটা ছিল প্যারাগুয়ের। কিন্ত গোলের খেলা ফুটবলে গোল আদায় করে নিতে পারেনি তারা। রোমেরো, নিকোলাস তালিয়াফিকোদের নিয়ে সাজানো আর্জেন্টিনার রক্ষণকে আজ বাহবা দিতেই হবে। তাদের কারনেই মুলত গোল আদায় করে নিতে পারেনি প্যারাগুয়ে। শেষ পর্যন্ত ১-০ গোল নিয়েই সন্তষ্ট থাকতে হয়েছে আর্জেন্টিনাকে। কোপা আমেরিকার ‘এ’ গ্রুপে ৩ ম্যাচ খেলে আর্জেন্টিনার পয়েন্ট ৭। ৫ পয়েন্ট নিয়ে চিলি আছে দ্বিতীয় স্থানে। আর ৩ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে আছে তৃতীয় স্থানে।

মন্তব্যসমূহ (০)


Lost Password