ট্রাইবেকারে কলম্বিয়াকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

ট্রাইবেকারে কলম্বিয়াকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা
MostPlay

কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে ট্রাইব্রেকারে ৩-২ ব্যাবধানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। নির্ধারীত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে যায় খেলা। কোপার চলতি আসরের নিয়মানুযায়ী অতরিক্ত সময় খেলা হয়নি। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ট্রাইব্রেকারে দুই দলের মাঝে মুলত পার্থক্য গড়ে দিয়েছে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। কলম্বিয়ার তিনটি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে নিলেন এই গোলরক্ষক।

আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় কোপার ফাইনাল নিশ্চিত করতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ফাইনালে উঠার লড়াইয়ে ম্যাচের শুরুতেই সাফল্য পেয়ে যায় আর্জেন্টিনা। মানি গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে লিওনেল মেসির পা থেকে বল পেয়ে দূরের পোস্ট ঘেঁষে বল জালে জড়ান লাউতারো মার্টিনেজ।ঈই অ্যাসিস্টের ফলে এখন পর্যন্ত চলতি কোপায় তার অ্যাসিস্ট হলো ৫টি। এর আগে এক আসরে ৪টির বেশি অ্যাসিস্ট ছিল না আর কারো। শুরুতে গোলের দেখা পেলেও প্রথমার্ধে স্রেফ ভাগ্যের কারণেই গোল হজম করতে হয়নি আর্জেন্টিনাকে। ৩৬তম মিনিটে কলম্বিয়ার উল্লেখযোগ্য দুটো আক্রমণই পোস্টের বাধায় আটকে যায়। এতে সমতায় ফেরা হয়নি তাদের। বিরতির আগে ব্যবধান বাড়াতে পারতো আলবেসেলাস্তারা। মেসির কর্নার থেকে সিক্স ইয়ার্ড বক্সে দারুণ এক হেড নেন নিকোলাস গঞ্জালেস। তবে তার হেড গোলরক্ষকের বাধায় জালের উপর দিয়ে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধে এসে আর কলম্বিয়ার আক্রমণ ঠেকাতে পারেনি আর্জেন্টিনা। ৬১ মিনিটেই গোল হজম করে বসে তারা। কারদোনার ফ্রি-কিক থেকে বল নিয়ে আর্জেন্টিনার রক্ষণে ঢুকে দারুণ এক ফিনিশিংয়ে সমতা টানেন লুইস দিয়াজ। ৬৭তম মিনিটে গঞ্জালেসকে তুলে নিয়ে ডি মারিয়াকে মাঠে নামায় আর্জেন্টিনার কোচ। ডি মারিয়া মঠে নামার পর আর্জেন্টিনা খেলার গতি বেড়ে যায়। মাঠে নামার পর থেকে দূর্দান্ত খেলতে থাকা মারিয়া ম্যাচের ৭৪ মিনিটে খেলার সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন। ৭৪ মিনিটের মাথায় ফাঁকা গোল পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। গোল-রক্ষককে কাটিয়ে যখন ফিনিশিং দিবেন ঠিক তখনই খেই হারান মারিয়া। শেষের দিকে পুরো ম্যাচ জমে উঠলেও গোলের দেখা পায়নি কেউই। রপর নির্ধারিত ৯০ মিনিট ও যোগ করা সময়ে দুই দল আর লক্ষ্যের দেখা না পেলে নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টি শুট-আউটে।

২০১৬ সালের পর আবারও কোপার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। আগামী রোববার রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে সকাল ৬টায় ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

মন্তব্যসমূহ (০)


Lost Password