মোহামেডানের কোচের দায়িত্ব পেলেন অপি

মোহামেডানের কোচের দায়িত্ব পেলেন অপি

গত বছরের বন্ধ হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসের ৩১ তারিখ থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। তবে ৫০ ওভারের পরিবর্তে এবার টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠীত হবে ঢাকা প্রিমিয়ার লিগ। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় মেহেরাব হোসেন অপি। মুলত দলটির নিয়মিত কোচ সোহেল ইসলামের অনুপস্থিতিতে বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মতিঝিল পাড়ার ক্লাবটির দায়িত্ব পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডান ও অপি দুজনেই।

মোহামেডানের দায়িত্ব নেয়ার আগে কোচিং করার অভিজ্ঞতা আছে মেহেরাব হোসেন অপির। এর আগে একাধিক বয়সভিত্তিক ও প্রথম শ্রেণির ক্রিকেটের দল ঢাকা মেট্রোর কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্বপ্রাপ্ত তিনি। খুব শিঘ্রই তার অধীনে অনুশীলনে মাঠে নামবে ঢাকার ঐতিহ্যবাহী দলটি। এবার ঢকা মোহামেডানের অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানকে।

ডিপিএলের সবশেষ স্থগিত হয়ে যাওয়া আসরে মোহামেডানের অধিনায়ক ছিলেন আব্দুর রাজ্জাক। কিন্তু এই বাঁহাতি স্পিনার এখন জাতীয় দলের নির্বাচক। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তার জায়গায়ই সাকিব আল হাসান অধিনায়কত্ব করবেন। কিছুদিন আগেই তার সাথে চুক্তি করেছে ঢাকা মোহামেডান। গতবছর দলবদলের সময় নিষেধাজ্ঞার কারণে দলবদলে অংশ নিতে পারেনি সাকিব। সেই নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় সাকিবের এবার সুযোগ হয়েছে প্রিমিয়ার লিগ খেলার। সেই সুযোগে ঢাকা মোহামেডান তাকে দলে ভিড়িয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password