সিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন আন্দ্রে রাসেল

সিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন আন্দ্রে রাসেল

টি-টোয়েন্টি ক্রিকেটে আন্দ্রে রাসেল মানেই যেন চার ছক্কার ফুলঝুরি। তিনি ব্যাট করতে আসলেই বিপক্ষ দলের বোলারদের নাভিশ্বাস তুলে ফেলেন৷ গতকাল রাতে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে যেন একটু বেশি খুনে মেজাজে দেখা গেল তাকে। মাত্র ১৪ বলেই করে ফেললেন অর্ধশতক। আর তাতেই সিপিএলের রেকর্ড বই আবার নতুন করে লিখলেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুততম ফিফটির রেকর্ড এখন রাসেলের।

১৮ ওভার শেষে আন্দ্রে রাসেলের রান মাত্র ১৷ বাকি দুই ওভারে তিনি আর কত করতে পারেন? আন্দ্রে রাসেল ছাড়িয়ে গেলেন যেন কল্পনার সীমানাও। ১৯তম ওভারে সেন্ট লুসিয়ার পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজজে চারটি ছক্কা ও একটি চার মারেন রাসেল। শেষ ওভারে ক্যারিবিয়ান পেসার ওবেড ম্যাককয়কে মারেন দুটি ছক্কা, দুটি চার। ইনিংসের শেষ দুই বলে বাউন্ডারিতে তিনি স্পর্শ করেন ফিফটি ও রেকর্ড। ইনিংস শেষে তার নামের পাশে মাত্র ১৪ বলে অপরাজিত ৫০।

সিপিএলে দ্রুততম ফিফটির আগের রেকর্ড ছিল জেপি ডুমিনির। ২০১৯ আসরে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে তিনি ফিফটি করেছিলেন ১৫ বলে। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে রাসেলের চেয়ে দ্রুতগতির ফিফটি আছে কেবল চারজনের। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বলে ফিফটি রেকর্ডটি যৌথভাবে রয়েছে তিনজনের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিং, ২০১৬ সালে বিগ ব্যাশে ক্রিস গেইল, ২০১৮ আফগান প্রিমিয়ার লিগে আফগান ওপেনার জাজাই তিনজনেরই আছে ১২ বলে ফিফটি। এছাড়া ২০১০ সালে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে ফিফটি করেন ১৩ বলে ফিফটি করেন ট্রেসকোথিক৷

রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ে ২০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে জ্যামাইকা আদায় করে নেয় ২৫৫ রান। জ্যামাইকা তালাওয়াসের ২৫৬ রানের ইনিংসটি সিপিএলে দলীয় সর্বোচ্চ সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে আছে। সিপিএলের দলীয় সর্বোচ্চ স্কোর ২৬৭ রান। ২০১৯ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলো।

মন্তব্যসমূহ (০)


Lost Password