সিপিএল খেলা হচ্ছে না অলরাউন্ডার সাকিব আল হাসানের

সিপিএল খেলা হচ্ছে না অলরাউন্ডার সাকিব আল হাসানের
MostPlay

আগামী ২৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসর। আসন্ন আসরে দল পেলেও খেলা হচ্ছে না আইসিসির ওয়ানডে ও টি-টুয়েন্টির শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি থাকায় সিপিএলের আগামী আসরে মাঠে নামা হচ্ছে না টি-টুয়েন্টি ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিবকে।

আন্তর্জাতিক ব্যস্ততা না থাকলে যুক্তরাষ্ট্র থেকে আর দেশে ফিরতেন না সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে চলে যেতেন উইন্ডিজে। থাকত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ব্যস্ততা। ২৬ আগস্ট থেকে শুরু হচ্ছে লিগটি। কিন্তু খেলা হচ্ছে না সাকিবের। ২৪ আগস্ট থেকে নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা থাকায় জাতীয় দলের হয়েই খেলবেন।

এবার জ্যামাইকা তালাওয়াসে ছিলেন সাকিব। গতকাল তারা আসন্ন লিগের জন্য দলও প্রকাশ করেছে। তাতে সাকিবের নাম নেই। সিপিএল ২৬ আগস্ট শুরু হয়ে চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। সিপিএল চলাকালীন সময়ে সাকিব আল হাসান বাংলাদেশ দলের হয়ে ব্যাস্ত থাকবেন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা নিয়ে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আর সিপিএল শেষ হবে ১৫ সেপ্টম্বর। তাই সাকিবকে ছাড়াই মাঠে নামবে জ্যামাইকা।

সাকিবের পরিবর্তে তারা দলে নিয়েছে অস্ট্রেলিয়ার স্পিন অল-রাউন্ডার ক্রিস গ্রিনকে। সিপিএলে খেলা না হলেও আইপিএলের বাকি অংশে সাকিবের খেলার সম্ভাবনা আছে। ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password