কক্সবাজারে জনমনে আতঙ্কের নাম 'আল ইয়াকিন'

কক্সবাজারে জনমনে আতঙ্কের নাম 'আল ইয়াকিন'

কক্সবাজারে রোহিঙ্গা নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীটির নাম হারাকা ‘আল-ইয়াকিন’।

নিজ দেশ মিয়ানমার থেকে বিতাড়িত হওয়ার পেছনে এই সংগঠনটির হাত রয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর উপর হামলার উপর ভিত্তি করে লাখ লাখ রোহিঙ্গা দেশ ছাড়া হয়। বাংলাদেশে আশ্রয় পাওয়ার পর নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য এই সংগঠনটি বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছেবাংলাদেশিদের অপহরণ করে নিয়ে যাওয়া হয় কক্সবাজারের নির্জন পাহাড়ে। সেখানে হাত-পা ও চোখ বেঁধে চলে নির্মম নির্যাতন। এরপর টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সময় মতো টাকা না দিলে পাহাড়ে গর্ত করে পুঁতে ফেলার ঘটনাও আছে এই বাহিনীর।

বিডিটাইপ এর এক অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজারে বর্তমানে আল-ইয়াকিনের প্রায় দুই হাজার এর বেশি সদস্য রয়েছে। এদের বেশিরভাগই সশস্ত্র। এমনকি এদের নারী সদস্যও রয়েছে। কক্সবাজার ও টেকনাফের প্রতিটি রোহিঙ্গা ক্যাম্পেই এদের সদস্য আছে । তবে কুতুপালং ক্যাম্পে তাদের সদস্য সংখ্যা বেশি। মুখে মুখে রোহিঙ্গাদের অধিকার আদায়ের কথা বললেও রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে মাদক বিক্রি, মানবপাচার, অপহরণের পর মুক্তিপণ আদায়, ডাকাতি ও মাদকের টাকায় আগ্নেয়াস্ত্র সংগ্রহের কাজ করছে ‘আল-ইয়াকিন’

এদের বিরুদ্ধে পুলিশ বার বার অভিযানে গিয়েও এই পর্যন্ত একজনকেও আটক করতে পারেনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password