পালিয়ে বিয়ে করার পরে জানতে পারল তারা নিজের ভাই-বোন

পালিয়ে বিয়ে করার পরে জানতে পারল তারা নিজের ভাই-বোন

ঘটনাটি জয়পুর হাট জেলার ক্ষেতলাল উপজেলায় আর যবনিকা ঘটেছে বগুড়ার শিব গঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের একই বাবার ঔরসজাত সন্তান দু‘ভাই-বোন বিয়ে করেছেন । বিয়ের আগে অনৈতিক মেলা-মেশার পরও ক্ষান্ত হননি একই পরিবারের ঔরসজাত দুই সন্তান দুই ভাই-বোনের (অবশ্য সৎ) বিয়ের ঘটনা নিয়ে দেশ জুড়ে চাঞ্চল্য তৈরী হয়েছে।

স্থানী`য়রা জানায়, ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামে বসবাস কারি আব্দুর রশিদের ঔরসজাত সন্তান প্রথম স্ত্রীর ছেলে সিজু (৩৫) পেশায় ট্রাক ড্রাইভার এবং দ্বিতীয় স্ত্রীরমেয়ে রাজিয়া সুলতানা (২৬), দুই ভাই,বোন পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে ।

ভাই,বোনের বিয়ে ঘটনা সারা দেশে ভাইরাল হওয়ার পর তাদের বিরুদ্ধে বিচারের দাবি উঠে . আর যাতে কোন লোক এই ধরনের কাজ করার সাহস না পায় তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে ।

দেশের র্শীর্ষ-স্থানীয় আলেম-ওলামারা বলেন এই বিয়ে কোন ভাবে বৈধ নয় । স্থানীয়রা এই প্রতি-বেদককে জানা , আব্দুর রশিদ প্রথম স্ত্রীকে নিয়ে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামে বসবাস করার সময় ছেলে সিজু জন্ম নেয় ।

প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার পর, আব্দুর রশিদ জয়পুর -হাটের ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে মাহ“মুদা খাতুনকে দ্বিতীয় স্ত্রী“ হিসেবে বিয়ে করে সংসার শুরু করেন।সেই সংসারে জন্ম নেয় মেয়ে রাজিয়া সুলতানা ,বাবা তাদের উপযুক্ত বয়েসে দুজনকেই বিয়ে দেয় , বর্তমানে তাদের সংসারে ছেলে- মেয়ে রয়েছে ।দুই ভাই- বোন গোপনে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

বাবা আব্দুর রশিদ বলেন, নিজের জন্ম দেয়া সন্তানরা এমন কর্ম-কাণ্ডে জড়িয়ে পড়বে তা কোনো বাবা-মা সহ্য করতে পারবে না ।এমন ঘটনা জানার পর থেকেই আমি আর বাইরে বের হতে পারছি না আব্দুর রশিদ আরো জানান , এ ঘটনার পর তিনি ছেলে-মেয়ে দুজন`কেই আইন-গত ত্যাজ্য করেছেন।রাজিয়ার আগের স্বামী জয়পুরহাট পৌর শহরের বিশ্বাস-পাড়া এলাকার বাসিন্দা ও জয়পুরহাট পৌরসভার অফিস সহায়ক মজনু হোসেন জানান, ২০০৬ সালে রাজিয়ার সঙ্গে আমার পারিবারিক ভাবে বিয়ে হয় ।

বর্তমানে আমাদের নয় (৯) বছরের রিয়াদ হাসান ও সাত (৭) বছরের রাকিবুল হাসান নামে দুইটি ছেলে সন্তান আছে ।আমি ছয় মাস আগে জানতে পারি আমার শ্বশুরের আগের স্ত্রীর মেজ ছেলে সিজুর সঙ্গে রাজিয়ার প্রেমের সম্পর্ক রয়েছে ।

মন্তব্যসমূহ (০)


Lost Password